বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (১৭ নভেম্বর) সিডনির লাকেম্বাস্থ ইউনাইটেড চার্সের হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল হাছানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী (ভার্সুয়াল)। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব এডভোকেট আব্দুস সালাম আজাদ।
অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্যে রাখেন সাবেক সহসভাপতি রুহুল আহম্মেদ সওদাগর, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন (ভার্চুয়াল), সাবেক কোষাধ্যক্ষ এডভোকেট নাসির উল্লাহ, ড. মাওলানা ফেরদৌস আহম্মেদ, বিএনপি অস্ট্রেলিয়ার সহ-সভাপতি একেএম ফজলুল হক শফিক, কামরুল হাসান আজাদ, তারেক উল ইসলাম তারেক, বেলাল হোসেন ঢালী, মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা, শাহীন আরিফ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু, মিনহাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্ববায়ক এসএম খালেদ, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, দপ্তর সম্পাদক আশরাফুল আলম শহীদ, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি অহিদুল ইসলাম, ইরফান খান, মোহাম্মদ নাসির আহম্মেদ,গোলাম রাব্বী শুভ্র, মোমিন আহম্মেদ, অসিত গোমেজ, মাহমুদুল হক দুলাল, মোহাম্মদ আবুল কাশেম,সুধন যোসেফ ক্রুজ, সোহেল পালমা, এলভিস কস্তা, আতিক সাহরিয়ার রাফি,এলবার্ট রোজারিও,শাকিল রহমান পনির, শংকর গমেজ, বনিফাস কোরাইয়া,নাজনিন সুলতানা,মিস সাহারা বেগম, মাহমুদ হোসেন,আমিনুল ইসলাম রিপন, জাকির হোসেন,আব্বাস উদ্দিন,আব্দুল কাদির, মোহাম্মদ বাচ্চু, মোহাম্মদ মনির হোসেন, শরিফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতিতে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এদিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্ত্বা লাভ করে। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে মাতিয়ে তোলেন সাবেক ছাত্রদলের নেতা ইমরান আহ্বম্মেদ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ