বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল জার্মানি শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম হোসেন। কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদ এর সভাপতি এস এম জিলানী, প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী।
এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপের প্রধান সমন্বয়ক মো. নাসির উদ্দিন আহমেদ শাহিন। অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আসলাম ফকির লিটন সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জার্মানি শাখার প্রস্তাবিত আহ্বায়ক মাহমুদুল হাছান ভুঁইয়া, এস এম জিলানী ।
সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করার লক্ষে স্বেচ্ছাসেবকদল জার্মানি শাখাকে মেধা এবং শ্রম দিয়ে আরও জোরালো ভুমিকা রাখার নির্দেশনা প্রদান করেন। কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন যুবদল নেতা প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরী ও নুরুল ইসলাম পুন্য। উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড স্বেচ্ছাসেবকদল নেতা শিমুল মিয়া ও মাহবুব আলম।
এছাড়াও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদল নেতা রেদোয়ানুল ইসলাম ,ইঞ্জিনিয়ার আরমান শামিম, ইব্রাহিম সারোয়ার, সাইদুজ্জামান সানি, জাহিদ দেওয়ান, আহমেদ পলাশ, রফিকুল ইসলাম, সাজ্জাদ আলী প্রমুখ। বক্তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যাক্ত করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করেন। উক্ত কর্মী সম্মেলনে তন্ময় ফেরদৌস , জাকের হোসেন, আরিফ মোহাম্মদ , সাইফুল আলম, মো. সাঈদ ও মো। দ্বীন ইসলাম সহ জার্মানির বিভিন্ন স্টেট থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ