জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জার্মান বিএনপি। দিবসটি উপলক্ষে মধ্য বার্লিনের একটি স্থানীয় হলে জার্মান বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
যুবনেতা আবু তাহেরের কোরান তেলওয়াতের পর দলীয় সংগীত গেয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। সংগঠনের সভাপতি আকুল মিয়ার সভাপতিত্বে ও জার্মান বিএনপি'র প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান এর পরিচালনায় অনুষ্ঠানে ও সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন খোকন।
দিবসটির তাৎপর্য তুলে ধরেন জার্মান বিএনপির সাধারণ সম্পাদক গনি সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অপু চৌধুরী,সাইফুল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর আলম বাবলি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীয়ত খান মিঠু, প্রকাশনা বিষয়ক সম্পাদক আবিরুল ইসলাম ইমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদিরসহ অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া, রাশিয়া ,আফ্রিকা, ইউরোপ, এবং উত্তর-দক্ষিণ আমেরিকা সাংগঠনিক সমন্বয়ক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,জাতীয় নির্বাহী কমিটি , বাংলাদেশ জাতীয়তাবাদী দল,বিএনপি বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া ও অন্যান্য মধ্যে আরো বক্তব্য রাখেন জার্মান যুবদলের নেতা আনহার মিয়া, আব্দুল হান্নান রুহেল, একরাম,রেদওয়ান, এবং জার্মান স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম সাগর, শোয়েব,সাঈদ, শাফায়াত হোসেন সাব্বির, রফিকুল ইসলাম, সাগর আহমদসহ অনেকে।
সভার শেষে বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ছাত্র-জনতার অভ্যুত্থান নিহত সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠানে জার্মান বিএনপি সহ যুবদল,স্বেচ্ছাসেবক দল, সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।