সিডনিতে নবনির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশের উদ্যোগে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ক্যাম্বেলটাউন ম্যাক্যুয়ারিফিল্ডস পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের নবনির্বাচিত মেয়র ডার্সি লাউন্ড, নাথান হ্যাগার্টি এমপি মেম্বার ফর ল্যাপিংটন, ক্যাম্বেলটাউন চেম্বার অ্যান্ড কমার্সের প্রেসিডেন্ট শেফালী পাল, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর এলিজা আজাদ, সাবেক কাউন্সিলর সাবরিন ফারুকি, সাবেক কাউন্সিলর শাহ জামান টিটু ও কাউন্সিলর সাজেদা আক্তারসহ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ ও তাদের পরিবারবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের এই মিলনমেলা নতুন প্রজন্মকে আন্দোলিত করবে ও নিজেদের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করবে।
কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ আগত সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের সবাইকে একসাথে পেয়ে আমি খুবই আনন্দিত। তিনি কমিউনিটির উন্নয়নে সবার সাথে একসাথে কাজ করার পাশাপাশি নিজেদের মধ্যকার পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/এমআই