সিডনির এ্যাশফিল্ড সিভিক সেন্টারের হল রুমে স্থানীয় সময় রবিবার বিকাল ৩টায় একুশে একাডেমি অস্ট্রেলিয়া স্মৃতিচারণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে।
সংগঠনের সভাপতি ড. সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ (সাজু) এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনা করেন একাডেমির শিল্পীবৃন্দ। 'এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা' মহান বিজয়ের এই গানটির পরিবেশনা এবং কচিকাঁচা বাচ্চাদের দেশপ্রেমের নৃত্য পরিবেশনার পরস্মৃতিচারণ অনুষ্ঠান শুরু হয়।
আলোচনার শুরুতে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ মুক্তিযুদ্ধ এবং গৌরবময় বিজয়ের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। অতঃপর বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ইনার-ওয়েস্ট কাউন্সিল এর কাউন্সিলর ইযাবেলা অ্যান্টনিও এবং কামডেন কাউন্সিল এর সদ্য নির্বাচিত কাউন্সিলর এলিজা রহমান।
এছাড়াও স্মৃতিচারণ অনুষ্ঠানে আবদুল মতিন, ডা. লাভলী রহমান, ড. শাফিন রাশেদ, একুশে একাডেমি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি নেহাল নেয়ামুল বারি, আশিস বাবলু, ড. কাইয়ুম পারভেজ, গামা আব্দুল কাদের, এবং বিশিষ্ট কলামিস্ট অজয় দাস গুপ্ত বাঙালির অহংকার মুক্তিযুদ্ধ, মহান বিজয় দিবস এবং আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু কিশোরদের সাংস্কৃতিক সংগঠন “কিশলয়” এর সদস্যরা দেশের গান এবং নৃত্য পরিবেশন করে। সাংস্কৃতিক দম্পতি আনিসুর রহমান এবং রোকসানা রহমান দ্বৈত গান গেয়ে শোনান।
অমিয়া মতিনের পরিচালনায় একুশে একাডেমির নিজস্ব সাংস্কৃতিক দল ‘অভিযাত্রী’র পরিবেশনায় দেশাত্মবোধক গান পরিবেশন করেন অমিয়া মতিন, লিলি গোমেজ, অভিজিৎ বড়ুয়া, পিয়াসা বড়ুয়া, বেঞ্জামিন গোমেজ, জাহিদ হোসেন, বইজয়ন্তি রেখা এবং ছায়া বিশ্বাস প্রমুখ। তবলায় সঙ্গত করেন মিঠু বর্মন।
এছাড়াও মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন আফসানা আহমেদ, বইজয়ন্তি রেখা এবং পড়ুয়ার আসর এর নাসরিন মোফাজ্জল। একক সঙ্গীত পরিবেশন করেন অতলান্তিক ঋদ্ধ, দিনা ইভানা, লিলি গমেজ, অভিজিৎ বড়ুয়া এবং অমিয়া মতিন।
অনুষ্ঠানে কবি, লেখক, সাংবাদিক এবং সিডনির সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সুধীজনরা অংশগ্রহণ করেন। অন্যান্যের মধ্যে বেঞ্জামিন গমেজ, সফিকুল আলম শফিক, ড. আব্দুল ওহাব, মফিজুল হক, আল নোমান শামীম, শাখাওয়াত নয়ন, রাজন নন্দী, রওনক হাসান, রোকেয়া আহমেদ, ইসহাক হাফিজ এবং ন্যান্সী লীনা ব্যারেল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত