বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান সিডনির মিন্টুস্থ অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) কার্যালয় পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের কার্যালয়ে এসে পৌঁছলে সংগঠনের সভাপতি আব্দুল খাঁন রতন, কার্যকরী ও উপদেষ্টা পরিষদের সদস্যরা তাকে স্বাগত জানান।
সংগঠনের সভাপতি আব্দুল খাঁন রতনের সভাপতিত্বে এক বৈঠকে মো. আবদুর রহিম খান অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
আব্দুল খান রতন আগামী বছরের ২ ও ৩ অক্টোবর সিডনিতে দুই দিনব্যাপী সিঙ্গেল কান্ট্রি ফেয়ারের প্রস্তুতি ও উদ্বোধনসহ অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের সম্ভাবনা ও সাফল্যের বিষয়ে সচিবকে বিস্তারিত অবহিত করেন। সচিব দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের হাই কমিশনার ক্যানবেরা ও এবিবিএফ এর সাথে যৌথভাবে কাজ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/জামশেদ