কাতারে বাংলাদেশ দূতাবাস ও প্রতিরক্ষা শাখার উদ্যোগে বিভিন্ন দেশের কূটনৈতিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মানে গত বৃহস্পতিবার দোহার শেরাটন আল-মজলিস হলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।
দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খাইর উদ্দিনের তত্ত্বাবধানে ও রাষ্ট্রদূত নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (এয়ার) রশিদ মুবারাক সুলতান আল-মান্নাই।
এছাড়াও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের গৌরবময় ইতিহাস উন্নয়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীর অগ্রগতি ও স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/একেএ