মহান বিজয় দিবসের ৫৩তম বর্ষপূর্তি উদযাপন করেছে ফ্রান্সের প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস। এই উপলক্ষে প্যারিস ১৬ এর অভিজাত টাউন হলে আয়োজিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান।
অনুষ্ঠানে সবার কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সংগীত, যা পুরো আয়োজনকে এক হৃদয়গ্রাহী আবহে আবৃত করে।
এরপর শহীদ মুক্তিযোদ্ধা, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মার শান্তি কামনা, গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। একই সঙ্গে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিবসটির তাৎপর্য তুলে ধরতে রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা প্রধান উপদেষ্টার বাণী পড়ে শোনান। একইসঙ্গে রাষ্ট্রপতি এবং পররাষ্ট্র উপদেষ্টার প্রেরিত বাণীও উপস্থিত সকলের উদ্দেশ্যে পাঠ করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গৌরবগাথা ও বিজয়ের চেতনার ওপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বিজয়ের ইতিহাস ও মুক্তিযুদ্ধে জাতির ত্যাগ-তিতিক্ষার কথা স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রদূত একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাঁর বক্তব্যে সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং উপস্থিত সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি মহান বিজয় দিবসে স্বাধীনতার সুফল জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন