সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
পাঠকের লেখা

কীভাবে বুঝবেন আপনি এখন পশুর হাটে

কীভাবে বুঝবেন আপনি এখন পশুর হাটে

যখন দেখবেন কোনো উন্মুক্ত স্থানে বিপুল মানুষের আনাগোনা আর সবাই খুব কৌতূহলী এবং ব্যস্ত হয়ে ঘোরাফেরা করছে তখন বুঝে নিন আপনি পশুর হাটে আছেন।

 

যখন দেখবেন কোনো স্থানে সারি সারি গরু দাঁড়িয়ে আছে আর এরই কোনো একপাশে কিছু মানুষ ছাগল হাতে ধরে দাঁড়িয়ে বা বসে আছে তখন বুঝে নিন আপনি পশুর হাটে আছেন।

 

যখন দেখবেন দাঁড়িয়ে থাকা অনেক গরুর মাঝে এক-দুইটা বিরাটকায় গরুকে ঘিরে উত্সুক জনতার তুমুল ভিড় আর সেলফিবাজি চলছে তখন বুঝে নিন আপনি পশুর হাটে আছেন।

 

যখন দেখবেন একটু পর পর মাইকে ছিনতাইকারী-দালালচক্রের হাত থেকে সাবধান থাকার জন্য আওয়াজ আসছে। আর হারানো বিজ্ঞপ্তি প্রচার হচ্ছে তখন বুঝে নিন আপনি পশুর হাটে আছেন।

 

যখন দেখবেন হঠাৎ কোথাও থেকে হাউকাউয়ের আওয়াজ আসছে আর চোর কিংবা বাটপাড় বলে চিৎকার করে লোকজন কাউকে ধাওয়া করছে তখন বুঝবেন আপনি পশুর হাটে আছেন।

 

এতগুলো বৈশিষ্ট্য বলার পরও যদি আপনি হাটে আছেন কিনা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে একটা রিকশা ঠিক করুন। চালককে বলবেন, গরুর হাটে নামিয়ে দাও। রিকশাচালক যখন বলবে, মামা আইসা পড়ছি নামেন— তখন বুঝে নিন আপনি নিশ্চিত পশুর হাটে আছেন।

— মুহসিন ইরম

এস এস রোড, সিরাজগঞ্জ সদর

সর্বশেষ খবর