সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

শিক্ষক : বল্টু, বল তো সন্ধি কাকে বলে?

বল্টু : স্যার, প্রথমটুকু মনে নেই। শেষটুকু মনে আছে।

শিক্ষক : এমনিতেই তো কিছু পারিস না। তা বেশ, ওই শেষটুকুই বল দেখি।

বল্টু : স্যার, তাকে সন্ধি বলে।

 সংগ্রহ : মালিহা বুশরা, ষষ্ঠ শ্রেণি, বিরামপুর আইসিটি স্কুল, বিরামপুর, দিনাজপুর।

শিক্ষক :  এই পল্টু বল তো, একটি গাভী একদিনে এক লিটার দুধ দিলে এক সপ্তাহে কত লিটার দুধ দেবে?

পল্টু : খুবই ইজি। সাড়ে পাঁচ লিটার!

শিক্ষক : কীভাবে?

পল্টু : শনি, রবি, সোম, মঙ্গল ও বুধবার এই ৫ দিনে পাঁচ লিটার। আর বৃহস্পতিবার হাফ ক্লাস, শুক্রবার তো ছুটির দিন। মোট সাড়ে পাঁচ লিটার।

 সংগ্রহ : আনজুম ইফতিখার, দশম শ্রেণি, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী শাখা।

পুলিশ : আচ্ছা দুর্ঘটনা যখন ঘটে তখন আপনি দুর্ঘটনাস্থল থেকে কতদূর ছিলেন?

যুবক : পাঁচ গজ আড়াই ফুট ১৫ ইঞ্চি পাঁচ সেন্টিমিটার।

পুলিশ : এত সঠিক দূরত্ব আপনি কীভাবে বলছেন?

যুবক : কারণ জানতাম এ প্রশ্নটা আমাকে করতে পারে, তাই মেপে রেখেছিলাম।

 সংগ্রহ : রামিহ আল দ্বীন লালমাটিয়া, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর