সোমবার, ২০ জুন, ২০২২ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

রায়হান পরীক্ষা দিয়ে এসেছে। রায়হানের বোন জিজ্ঞাসা করল, ‘কিরে কয়টা ভুল করেছিস?’

রায়হান : একটা।

রায়হানের বোন : ও... তাহলে বাকি সবগুলো হয়েছে, তাই তো?

রায়হান : আরে না। বাকিগুলোতে লিখিইনি!

 

 

মিন্টু : একটা প্রশ্নের উত্তর দিতে পারবি?

হানিফ : বল।

মিন্টু : বল তো, কংক্রিটের মেঝেতে ডিম ফেলা হলো কিন্তু ফাটলো না, কীভাবে সম্ভব?

হানিফ : মেঝে অনেক শক্ত। সামান্য ডিম পড়লে ফাটবে কেন?

সংগ্রহ : জাহিদুল হাসান ওয়াসী

ঠিকানা-পশ্চিম মাদারবাড়ী, চট্টগ্রাম।

 

 

বল্টু : লোকে বলে, দুধ খেলে নাকি শক্তি বাড়ে।

পল্টু : হ্যাঁ, সত্যিই তো বাড়ে। কোনো সন্দেহ আছে?

বল্টু : ধুর! পাঁচ গ্লাস দুধ খেয়ে এই দেয়ালটা আধা ঘণ্টা ধইরা ধাক্কাইলাম। এক ইঞ্চিও নড়লো না। 

পল্টু : তাই নাকি?

বল্টু : হ্যাঁ, তারপর এখন পাঁচ গ্লাস মদ খেয়ে আসলাম। দেখি দেয়ালটা আমারে দেইখা নিজেই কেমন ভয়ে কাঁপতাছে।

 

সংগ্রহ : টুম্পা আক্তার, দ্বাদশ শ্রেণি, মানবিক, র‌্যাংলার কিরণ দে মডেল কলেজ, রসুলপুর, গফরগাঁও, ময়মনসিংহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর