♦ বারবার খারাপ খেলে ভীষণ মুষড়ে পড়েছে এক ব্যাটসম্যান। ক্লাব কর্মকর্তা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন।
কর্মকর্তা : তুমি যখনই ব্যাট করতে নাম, আমি অবাক হয়ে তোমাকে দেখি। বিশ্বাস কর।
ব্যাটসম্যান : আপনি নিশ্চয়ই ভাবেন, আমি কেমন করে খেলি।
কর্মকর্তা : না। আমি ভাবী, তুমি ‘কেন’ খেল?
♦ ডব্লিউ জি গ্রেস একবার বোল্ড আউট হলেন। বিস্মিত হয়ে তিনি আম্পায়ারকে বলছিলেন, বল উইকেটে লাগেনি, স্যার। বাতাসে বেল পড়ে গেছে।
আম্পায়ার বললেন, যে বাতাস বেল ফেলে দিতে পারে, আশা করি, সেই বাতাস আপনাকে প্যাভিলিয়নে পৌঁছে দিতেও সাহায্য করবে।
♦ রাজা নেমেছেন ক্রিকেট খেলতে। অন্য রাজ্যের এক অতিথি হলেন বোলার। বোলার বল ছুড়লেন, বল লাগল রাজার পায়ে। চিৎকার করে উঠলেন বোলার, ‘হাউজ দ্যাট!’
আম্পায়ার : জাঁহাপনা, আমার মনে হয়, এই মুহূর্তে প্রাসাদের অভ্যন্তরে গিয়ে রাজকার্যে মনোনিবেশ করা আপনার জন্য একান্ত জরুরি।
রাজা : কী বলছ, ঠিক বুঝতে পারছি না। সহজ করে বল।
আম্পায়ার : জাঁহাপনা আপনি আউট!
♦ ম্যাচ শেষে দলের অধিনায়ক আম্পায়ারকে বলছেন, স্যার, ক্রিকেট সম্পর্কে আপনাকে আমার এমন কিছু কথা বলার আছে, যা আপনি জানেন না।
আম্পায়ার : বলুন।
অধিনায়ক : ক্রিকেট হচ্ছে একটি খেলা। এ খেলা দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়। দুই দলেই ১১ জন খেলোয়াড় থাকে। খেলা হয় বল আর ব্যাট দিয়ে। আর আপনি আম্পায়ার, কোনো দলের হয়ে খেলছেন না।
সংগ্রহ : মৌমিতা মুনা, শিমুলতলী, গাজীপুর।