শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নৃ ও নূপুর

বীরেন মুখার্জী

দীর্ঘ পথ, কর্দমাক্ত ও তৃণশোভিত—

এ পথে ক্রমেই অঙ্কুরিত হচ্ছে পরিত্যক্ত ধ্বনি;

অভিসারি মনে শুকনো পাতার মতো—

বেজে চলেছে ঐতিহাসিক মর্মর!

 

যদি নিঃসঙ্গ একটি দিনের শুরুতে—

এভাবে, শান্তি ও সৌহার্দ্য সন্ধানে হেঁটে যাওয়া যেত

সাক্ষী রেখে নৃ ও নূপুর—        

পুরাণের উপাখ্যান থেকে তুমিও কি দাঁড়াতে না ফের,

যুদ্ধপরবর্তী মানুষের ভাগে?

 

দেখো— একটি দীর্ঘশ্বাসের বোতাম আমার হাতে

আর ওষ্ঠে মানবতার কাটা-চামচ টুংটাং,

একটু বাদেই হয়তোবা, আধ-খাওয়া আপেল,

ঠিক উড়ে যাবে অচেনা নৈঃশব্দ্যে—

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর