শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

মেঘলা সন্ধ্যায়

সোহরাব পাশা

বনভূমি ঝরে গেলে অনুবাদ থাকে আগুনের

হাওয়ার ডানায় ওড়ে ছাই রং ঘ্রাণ

সখ্য নেই অগ্নি ও জলের

 

ওড়ে লতা-গুল্ম ব্যবচ্ছেদের বিষাদ

শেকড়ের অবশিষ্ট গল্প ছেঁড়া মেঘের খেয়ায়

বিদ্বেষের ভেতরেও বাড়তি সম্পর্ক থাকে মানুষের

সম্পর্কে যা তৈরি করে রাত্রির ম্যাকাপ,

আলো পড়া পৃষ্ঠা থেকে মুছে যায় বিশ্রামের ঘাম

ধু-ধু চিহ্নহীন পড়ে থাকে দীর্ঘশ্বাসের পঙক্তি

গোধূলির মেঘলা সন্ধ্যায়;

 

ভোরবেলা দেখি আঙুলে রাত্রির দাগ লেগে আছে

যে যায় কিনারে রেখে যায় শূন্যতার ছায়ামেঘ

স্বপ্নপোড়া অশেষ সুন্দর দীর্ঘদাহ

ঝরা পাতা আনন্দ গুঞ্জন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর