শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা
কবিতা

সীমাহীন চাওয়া পাওয়া

স্মৃতি দত্ত

মধ্যবিত্তদের মন, সীমাহীন চাওয়া পাওয়া

অপূর্ণতা নিয়ে সংসার, গতিশীলতায় দ্ব›দ্বহীন

চার দেয়ালের বেষ্টনীতে নিবদ্ধ দৃষ্টি

ন্যায় অন্যায়ের জোরালো প্রশ্ন, ভুলে যেতে চাই

মাটির উপরে দাঁড়িয়ে চার দেয়ালের অট্টালিকা,

যার আভিজাত্যে ছিল আমার রঙিন পোশাক।

প্রকৃতির দান ছিল, ‘সবুজমাঠ’

দম্ভের স্তম্ভ গড়তে গিয়ে হয়েছে মনে জঞ্জাল

আচ্ছন্ন দৃষ্টি ক্রমশ ঝাঁপসা, মাটির গান হারিয়ে গেছে।

আলাদীন, তুমি আমার অতীত নিয়ে থাক।

বর্তমান থাক পবিত্রতায়

ভবিষ্যৎ চেতনার বুকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর