১.
বাতাসে বৃষ্টির ঘ্রাণ
চায়ের টংঘরে শুনি ভেসে আসে
পুরনো রেডিও গান!
২.
বৃষ্টি নয় জল সংক্রমণ-
জানি তুমি ডুবে যাচ্ছ
হারানো ভায়োলিনের মতন!
৩.
কুঠুরিতে বেড়ে ওঠা কাঠগোলাপ-
সেও আজ জেগে ওঠে
শুনে নেয় জলের প্রলাপ!
৪.
কভিড শ্রাবণেকাটে রাত-
মড়কলাগা এ নরকে
ফিরবে কি প্রেমের প্রপাত?
৫.
বৃষ্টিরক্লিনিকে তবু যাব-
তোমার হাতই বুঝি থার্মোমিটার
মারি শেষে তোমাকে কি পাব?