পেঁপে গাছে পরি এসে বসে
হাত নাড়ে, ডানা ঝাপটায়
দূরে গরুরগাড়ি, শিমুলগাছ
কার আঙুল বিলি কাটে চুলে
নখে জমা হয় উকুনের ঘ্রাণ
কিমাকার গন্ধের কুন্ডলী
দূরে ঠেলে হিম সংস্রব
গোপন পরিখায় দেয় হানা
নিশিবক পোশাক পরে
পরি পেঁপে খায়, খসে পড়ে ডানা।
পেঁপে গাছে পরি এসে বসে
হাত নাড়ে, ডানা ঝাপটায়
দূরে গরুরগাড়ি, শিমুলগাছ
কার আঙুল বিলি কাটে চুলে
নখে জমা হয় উকুনের ঘ্রাণ
কিমাকার গন্ধের কুন্ডলী
দূরে ঠেলে হিম সংস্রব
গোপন পরিখায় দেয় হানা
নিশিবক পোশাক পরে
পরি পেঁপে খায়, খসে পড়ে ডানা।