এসো- ফের জোগাড় করি
হিরাতের সুরাইয়া-মন্ডি থেকে আলাদিনের বেলওয়ারি চেরাগ
মোছে ফেলি রুমালে ফুলতোলা ম্লানিমা- পেয়ালায় কফির দাগ,
জর্জিয়ার নুয়াজ আর্কে বাস করছে যে সব রহস্যনন্দিত অনাথ জন্তু
ভাবি- শিয়ানের যে বৃদ্ধ বুনেছিলো রাজকীয় গিলাফের রেশমী তন্তু;
শুনি সংবেদনে আমাজনের হেবিটাট হারা মেকাও পাখির সংলাপ
সিরিয়ার অভিবাসী হলুদ ভালুকটির পাশে গিয়ে দাঁড়াই,
স্পর্শ করি পশমের ফরাশ.. .. নীরবে হাত বাড়াই-
শুনি- ড্রাগ ডিলারের ডেনে অন্ধ হওয়া বেঙ্গল টাইগারের বিলাপ;
পাথরের সিঁড়ি বেয়ে নেমে যাই প্রপাতে- ভিজি কুয়াশায় ঝরনাতলে
পথ হারিয়ে সাঁজের অন্ধকারে পড়ি- জরি-জোছনায় জোনাকির কবলে।