শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

তোমার চালকিগুলো কালোবেড়ালের পা

আমিনুল ইসলাম

স্বপ্নের দুয়ার ও জানালা সাঁঝহাতে বন্ধ করে নির্জন ভোজে

পান করি নিজেকে; বাহিরদুয়ারে শেয়াল ডাকে হুক্কাহুয়া,

পাড়ার কুকুরগুলো দ্বন্দ্ব ভুলে জোট বাঁধে মোড়ে, ভেন্টিলেটরে

ঘুমিয়ে পড়ে রতিক্লান্ত চড়ুই; তারা কেউই পায় না টের-

কতটা রক্ত ঝোল হয়েছে, কতটা দুঃখ মিশে আছে

সালাদের স্বাদে, কতটা সুখপোড়া বলক ওঠে আমার

গরম ভাতের থালায়। অথচ কোন ফাঁকে গোপন সেই নৈশ

ভোজ-উৎসবে ঢুকে পড়ে চালাকিগুলো তোমার! তবুও

কেন যে আলো জ্বালিয়ে রাখি না উঠোনে, সে কথা তুমিই

ভালো জানো। তোমার চালাকিগুলো ধরতে হলে আমাকে

মাতবর-বাড়ির কুকুর হতে হয়; সেও আমি পারি না।

ফলে তারা বারবার ডাইনিং টেবিল এঁটো করে দিয়ে যায়;

এমনকি নাস-ফালাকের মন্ত্রেও কালোপায়ের রজ্জু মেলে না।

সর্বশেষ খবর