শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
কবিতা

প্রেমের বহুমাত্রিক সমীকরণ

সোহরাব হাসান

কিছু প্রেম বাতাসে ছড়িয়ে পড়ে, নদীতে উজানে টানে

কিছু প্রেম শরীরে বাকল ছিঁড়ে ঢুকে পড়ে হাড়ের গভীরে।

কিছু প্রেম নতজানু হয় কিছু প্রেম সটান দাঁড়িয়ে থাকে

কিছু প্রেম হাত বাড়িয়ে দেয়, কিছু প্রেম হাত গুটিয়ে নেয়

কিছু প্রেম ক্রমাগত অন্ধকারে টানে, কিছু প্রেম আলো ছড়ায়,

কিছু প্রেম অনায়াসে মৃত্যুকে আলিঙ্গন করে

কিছু প্রেম নিজে পোড়ে না, অন্যকে পোড়ায়।

 

কিছু প্রেম নীরবে আসে, নীরবেই চলে যায়

এমনকি গাছের সবুজ পাতাটিও জানতে পারে না

কিছু প্রেম সিডরের মতো সবকিছু তছনছ করে দেয়

কিছু প্রেম ফারাক্কা বাঁধের মতো আটকে দেয় জীবনের গতি

কিছু প্রেম কাশ্মীর সমস্যার মতো অমীমাংসিত থাকে।

সর্বশেষ খবর