শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

টাইম-এর চোখে সেরা বই

টাইম-এর চোখে সেরা বই

সাহিত্যিকদের সর্বশ্রেষ্ঠ দর্শন জমা থাকে একেকটি বইয়ে। যুগে যুগে শ্রেষ্ঠ সাহিত্যিকদের বহু সাহিত্যকর্ম সৃষ্টি হয়েছে। এসব সাহিত্যকর্মের ছোট কোনো তালিকা করা আদৌ সম্ভব নয়। তবে কালজয়ী সাহিত্যকর্মের তালিকায় বারবার কয়েকটা বইয়ের নাম উঠে এসেছে। পাঠকপ্রিয়তার দিক থেকেও তাদের আবেদন সময়কে জয় করেছে। বিখ্যাত টাইম ম্যাগাজিনের করা সেই তালিকা থেকে একটি বইয়ের আলোচনা এখানে।

 

দ্য গ্রেট গ্যাটসবে [ স্কট ফিটজজেরাল্ড ]

বই : দ্য গ্রেট গ্যাটসবে, লেখক : স্কট ফিটজজেরাল্ড, ভাষা : ইংরেজি, ধরন : উপন্যাস-ফিকশন, প্রকাশকাল : ১৯২৫

স্কট ফিটজজেরাল্ড তার নিজস্ব লেখনী ও গল্প বলার ভঙ্গির জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। তার উপন্যাসগুলোর চরিত্রগুলোও সাহিত্য সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে। আমেরিকান লেখকদের মধ্যে ফিকশন রাইটারদের রাজত্বে স্কট ফিটজজেরাল্ডের আধিপত্য বিস্তার হয় দ্য গ্রেট গ্যাটসবে উপন্যাসটি প্রকাশ হওয়ার পর। ১৯২৫ সালে যখন এ উপন্যাসটি প্রকাশ হয় তখন চরিত্র সৃষ্টির দিক থেকে সবাইকে চমকে দেন তিনি। মিলিয়নিয়ার ব্যক্তিত্ব গেটসবের জীবনের অনেক রহস্যময় দিক এ উপন্যাসে উঠে আসে। একজন তরুণ মিলিয়নিয়ারের প্রেমিকাকে ঘিরে নতুনভাবে জীবন গড়ে তোলার গল্প এ উপন্যাসের প্রধান আকর্ষণ। উপন্যাসটিতে শুধু সম্পদশালী ব্যক্তির গল্প ছিল না। পাশাপাশি ফিটজজেরাল্ডের নিজস্ব দর্শন ও দৃষ্টিভঙ্গির চমৎকার উপস্থাপন ছিল। এ উপন্যাসটির রচনার পেছনে দারুণ একটি ঘটনা রয়েছে। ১৯২৩ সালের কথা। এক বিশাল দ্বীপে নির্জন প্রান্তরে যখন তিনি হাঁটছিলেন, নতুন কিছু লেখার ভাবনা থেকেই তিনি এ উপন্যাসটির গল্প খুঁজে পান। গল্পে প্রেম ও ট্র্যাজেডি পাঠককে মুগ্ধ করবে। এ উপন্যাসকে ভিত্তি করে হলিউডে সিনেমা তৈরি হয়েছে। যাতে অভিনয় করেন লিওনার্দো ডি ক্যাপ্রিও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর