পৃথিবীর বাড়িগুলি নিয়তই একা
তীরবিদ্ধ অন্ধপাখি ডানা ঝাপটায়
ঝড়ো তীব্র বিষাদের মাঠে
কয়েকটি ছেঁড়া নদী খোঁজে প্রিয় জল,
সন্ধ্যে নামে
পা’য় পা’য় কুয়াশা-ছায়ায়
পথগুলি অন্ধ হয়ে যায়;
পৃথিবী আজ খুব অসহ্য বিরক্তিকর
বীভৎস রাত্রির আকাশ অনিদ্রার
সর্বনাম,
মানুষের সব প্রিয়দিন গতকাল।
বাতাসে আর্তনাদ বাড়ে -কসটেপ দেওয়া ঠোঁট,
নৈঃসঙ্গ্যের-- দূর ডাকে কোথাও
শুশ্রƒষার বিনয়ী আঙুল
পরিহাস করে প্রিয় সম্পর্কের
নিঃশ্বাসের নিভে যাওয়া রোদ;
মানুষ খুঁজে ফিরছে আজ মানুষের প্রিয় চোখ।