চুম্বন চমকে আজও কে যে ডাকে বারে বারে
ভুল করে ফিরে ফিরে আসি হাসিতে তুমুল হুল্লোড়
কেউ নেই স্মৃতি বড় বেশি পিছু ডাকে, একা বালিকা
কলসি কাঁখে জল তরঙ্গ দোলা দিয়ে যায়।
খেলা যায় না ভোলা অবেলায় স্মৃতি বিজড়িত
আসছি বলে আর হয় না যাওয়া করতালি বাজে
জীবন এখন এমনই কেবল আসা যাওয়ার শব্দ
কড়া নাড়াও ভুলেই গেছি শব্দবেল বাজে
কান পেতে থাকি তুমি আসবে বলেই
মেসেজে আসে তুমি নেই এই আমি।
অপেক্ষায় সময় শুধুই চলে যায় শব্দ অভিযানে
মনে পড়ে চুম্বন চমকে টগবগে চিবুকে রঙিন স্বপ্ন
ভালোবাসার এঁকে দেয়ার লুকানো খেলা যায় বেলা
মেঘলা আকাশ শ্রাবণ মেঘের ঘনঘটা বৃষ্টি ভেজা
সকাল বিকেল কাকে শুধু মনে পড়ে যায়।