ভাদ্রের ডুবে যাওয়া মফস্বলের গল্প নিয়ে
ফেরি করি শুভ্র আকাশ। যে আকাশ অভিমান নিয়ে
বসে থাকে শিশিরধোয়া গল্পের ভাঁজে। চোখের ভেতর থেকে
বের হয়ে স্নেহের পাখি। যে পাখির ডাক শুনে
শিউলির ভোর নেমে আসে। দুহাতে জড়িয়ে রাখবো বলে
চাঁদজলে ধুয়ে নিই নিজেরই মন! গোটা এক জীবন
আঁকতে গিয়ে এঁকে ফেলি শরৎ আকাশ।
নিজ মন পড়ে থাকে অভিমানী মফস্বলে। হয়তো দূরের
ধানখেত বলে ওঠে, শরতের চোখে ভাসে শুভ্র জীবন।