শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জাকিরের সংগ্রহশালায় ১৯৪ দেশের কয়েন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জাকিরের সংগ্রহশালায় ১৯৪ দেশের কয়েন

কয়েন জমানো গল্পটা ২৫ বছর আগের। মূলত ছোটবেলায় ভালোবাসা থেকে নেশা হয়ে দাঁড়ায় কয়েন জমানো। এই ৩৫ বছর বয়সেও কয়েন জমানোর নেশা কাটেনি জাকির হাসান খানের। পৃথিবীর ১৯৪টি দেশের কয়েনের এক বিশাল সংগ্রহশালা জাকিরের। তার কাছে শুধু সেনেগালের কয়েন নেই। সমৃদ্ধ কয়েনের সংগ্রহশালায় আছে সুলতান ও মুঘল আমল ছাড়াও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন। শুধু তাই নয়, আলেক্সান্ডার দি গ্রেটসহ রোমান, মৌর্য ও সাসানিয়ান সাম্রাজ্যের কয়েন আছে।

জাকির জানান, ‘বাবা চিকিৎসক ও মা নার্স ছিলেন। কর্মসূত্রে তারা লিবিয়ায় থাকতেন। তখন আমি অনেক ছোট ছিলাম। সেই দেশের কয়েনগুলো দেখতে বেশ সুন্দর। মূলত সেই দেশের কয়েনগুলো দিয়ে সংগ্রহ শুরু হয় ২৫ বছর আগে। তখন আমি সপ্তম শ্রেণির ছাত্র ছিলাম।’

নগরীর কাদিরগঞ্জ ষষ্ঠিতলা এলাকার জাকির হোসেন খানের বাড়িতে দেখা যায় কয়েনের সমৃদ্ধ সংগ্রহশালা। তার ঘরের একটি ওয়্যারড্রোবের পুরো ড্রয়ার কয়েনে ভর্তি। প্রতিটি দেশের কয়েন প্যাকেটিং (কয়েন ফ্লিপ) করা হয়েছে। যাতে দুই পাশ থেকে কয়েনগুলো দেখা যায়। এ ছাড়া প্যাকেটের মাথায় দেশের নাম ও নিচে সাল উল্লেখ আছে। কয়েনগুলো ছোট ছোট প্লাস্টিকের বক্সের ভিতরে রাখা হয়েছে। জাকির হোসেন জানান, ‘কয়েনগুলো বিভিন্নভাবে জমিয়েছি। কখনো বন্ধু-বান্ধবী, কখনো আত্মীয়দের মাধ্যমে। সর্বশেষ চাকরি জীবনে এসে কলিগদের (সহকর্মী) মাধ্যমে। কলিগরা বিভিন্ন দেশে গেলে তাদের বলি- আমার জন্য সেই দেশের কয়েন আনার জন্য।  তারাও কয়েন আনতেন।’

সর্বশেষ খবর