বোয়িং স্টারলাইনার মহাকাশযানে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিং পোর্টের সংকট দেখা দিয়েছে। ফলে নাসার পরবর্তী ক্রু-৯ মিশন, যা ১৮ আগস্ট উড্ডয়ন করার কথা ছিল, তা পেছানো হয়েছে। এখন সেটি ২৪ সেপ্টেম্বরের দিকে পুনঃনির্ধারণ করার চেষ্টা চলছে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যুক্তরাষ্ট্রের দুটি ডকিং পোর্ট রয়েছে। কিন্তু সেগুলো বর্তমানে আগের মহাকাশযান দ্বারা দখলকৃত। স্টারলাইনারের কারিগরি ত্রুটির কারণে এটি আট দিন থাকার কথা থাকলেও হিলিয়াম গ্যাস লিকেজের কারণে ফিরে আসতে পারছে না। ফলে এটি কয়েক মাস ধরে ডকিং পোর্টটি দখল করে রেখেছে।
নাসা জানিয়েছে, স্টারলাইনারের গ্রাউন্ড টিম এটি ফিরিয়ে আনার জন্য কাজ করছে, এবং মহাকাশচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে, তাদের ফ্লাইটের নির্ধারণের আগে তাদের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করা হবে। বোয়িংয়ের প্রথম যাত্রীবাহী মিশন এই বছরের জুনে চালু হয় এবং স্টারলাইনার স্টেশনে নিয়মিত ফ্লাইটের জন্য যাত্রা করে।
বিডিপ্রতিদিন/কবিরুল