বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

ব্রিটিশ পার্লামেন্টে রুপা হক

ব্রিটিশ পার্লামেন্টে রুপা হক

রুপা আশা হক, ব্রিটিশ রাজনীতির এক অনন্য নাম। যিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির প্রভাবশালী রাজনীতিবিদ। ২০১৫ সালে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হন। পরবর্তীকালে আরও দুবার ব্রিটিশ এমপি নির্বাচিত হন কিংস্টন ইউনিভার্সিটির এই প্রভাষক। সর্বশেষ ২০১৯ সালের ওই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জুলিয়ান গালান্টকে বিপুল ব্যবধানে হারিয়েছেন। দুবারের নির্বাচিত এমপি রুপা হক ২০১৯ সালে নির্বাচনে অংশ নিয়ে বলেছিলেন, টানা তৃতীয়বারের মতো আসনটি ধরে রাখাই অন্যতম চ্যালেঞ্জ। এর আগে, ১৯৯১ সালে বাবার অনুপ্রেরণায় লেবার পার্টির সদস্য হন রুপা হক। ২০১০ সালে লন্ডনের ইলিং কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্বও পালন করেন।

১৯৭২ সালে লন্ডনে জন্মগ্রহণ করা রুপা হকের গ্রামের বাড়ি পাবনা শহরের মকসেদপুর। তার মায়ের বাড়ি পাবনা শহরের কুটিপাড়ায়। ১৯৬০ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমানো মোহাম্মদ হক এবং রওশন আরা হক দম্পতির তিন মেয়ের মধ্যে সবার বড় রুপা হক। ১৯৯৩ সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে ১৯৯৩ সালে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন। রুপা ১৯৯৯ সালে ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে পিএইচ.ডি লাভ করেন। ২০০৪-২০১৫ সাল পর্যন্ত যুক্তরাজ্যের কিংস্টন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান ও অপরাধ বিজ্ঞান বিভাগে জ্যৈষ্ঠ প্রভাষক হিসেবে পড়িয়েছেন। মিডিয়া ও কালচারাল স্টাডিজ বিভাগের প্রভাষকও ছিলেন। এর আগে, ম্যানচেস্টার ইউনিভার্সিটির প্রভাষক ছিলেন রুপা হক।

সর্বশেষ খবর