আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযুক্ত অজিত চান্ডিলাকে আজীবন নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি হিকেন শাহকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় বোর্ডের শৃঙ্খলা রক্ষা কমিটি গতকাল এই সিদ্ধান্ত নিয়েছে। অজিত ও হিকেনের ভাগ্য নির্ধারিত করেছে বোর্ডের তিন সদস্য শৃঙ্খলারক্ষা কমিটি। বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের নেতৃত্বে তিন সদস্যের কমিটির অন্য দুজন হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও নিরঞ্জন শাহ। আইপিএল ফিক্সি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল চান্ডিলার বিরুদ্ধে। অন্য দিকে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্রিকেটারকে ফিক্সিংয়ে প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে হিকেনের বিরুদ্ধে। শেষ পর্যন্ত দুজনকে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নিল শৃঙ্খলারক্ষা কমিটি।