করফাঁকির অভিযোগে মেসি এবং তার বাবা জর্জ হোরাসিও মেসির উপর স্প্যানিশ আদালতে চলছে মামলা। মাঝে মধ্যেই শুনানির দিন ক্ষণ ঠিক হচ্ছে। তবে লিওনেল মেসি উপস্থিত থাকতে পারছেন কই! তিনি বর্তমানে কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ায় ব্যস্ত। ৩ জুন থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে পুরনো আসর। ২৮ বছর বয়সী লিওনেল মেসি এবং জর্জ মেসির উপর অভিযোগ তারা বেলিজ এবং উরুগুয়েতে দুইটা ভুয়া কোম্পানি খুলেছেন কর ফাঁকি দেওয়ার জন্য। এ কোম্পানির মাধ্যমে নাকি তারা ৪.১৬ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন। ২০০৭-০৯ সালের মধ্যে মেসি তার ইমেজ বিক্রির মাধ্যমে এ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে লিওনেল মেসি এসবের কিছুই জানেন না বলে জানিয়েছেন তার বাবা জর্জ মেসি এবং আইনজীবী। গতকাল বার্সেলোনার আদালতে শুনানি ছিল এ মামলার। আজ এই শুনানি আপাতত বন্ধ হবে। সাক্ষী এবং বিশেষজ্ঞদের বক্তব্য গ্রহণ করা হবে। তবে মামলার শেষদিন আগামীকাল মেসি এবং তার বাবাকে আদালতে উপস্থিত হতে হবে। মেসি অবশ্য এরই মধ্যে বলেছেন, ‘বাবাই অর্থের দেখাশুনা করতেন।’ তাছাড়া মেসি যেসব কাগজে বা চুক্তিপত্রে স্বাক্ষর করতেন সেগুলো নাকি মেসি পরেও দেখতেন না। তার বাবার কথায় যে কোনো কাগজেই তিনি স্বাক্ষর করে দিতেন। সেক্ষেত্রে মেসির বাবা হয়তো ফেঁসে যেতে পারেন এ কর ফাঁকির মামলায়। নগদ অর্থ জরিমানাসহ তার জেলও হতে পারে। এদিকে পানামা পেপারস কেলেঙ্কারিতে মেসির নামও এসেছে। পানামা পেপারসও বলছে, মেসি কর ফাঁকি দেওয়ার জন্য ভুয়া কোম্পানির নাম ব্যবহার করেছেন।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
মেসিকে ছাড়াই বিচারকার্য চলবে
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর