শনিবার, ১১ জুন, ২০১৬ ০০:০০ টা

আরামবাগের চমক মোহামেডানের ড্র

ক্রীড়া প্রতিবেদক

মৌসুমের প্রথম টুর্নামেন্টের শিরোপা জেতা হয়নি মোহামেডানের। দর্শক হয়ে উপভোগ করতে হয়েছিল স্বাধীনতা কাপের ফাইনাল। স্বাধীনতা কাপের ব্যর্থতা ভুলে মোহামেডান ঘুরে দাঁড়াতে চাইছে ফেডারেশন কাপে। কিন্তু প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে মতিঝিলপাড়ার দলটি। ওয়ালটন ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে পুরান ঢাকার দল রহমতগঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মোহামেডান। দিনের দ্বিতীয় খেলায় ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে আরামবাগ ক্রীড়া চক্র। আরামবাগের একমাত্র গোলটি করেন আবদুল্লাহ।গতকাল রমজানের চতুর্থ দিনে মাঠে গড়ায় মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপ। খেলার ৪ মিনিটে  সৈয়দ রাশেদ তূর্যের মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু ধরে বক্সের ভিতর ঢুকে কঙ্গোলিজ ফরোয়ার্ড সিয়ো জুনাপিয়ো ডান পাড়ে আড়াআড়ি শটে এগিয়ে নেন পুরান ঢাকার দলটিকে (১-০)। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠে মোহামেডান। কিন্তু প্রথমার্ধে স্কোরিং ব্যর্থতায় সমতা আনতে পারেনি। ৬৩ মিনিটে সমতা আনে সাদা-কালো শিবির। মাঝমাঠ থেকে দ্রুত গতিতে বল নিয়ে রহমতগঞ্জ বক্সে ঢুকে মাশুক মিয়া জনি মাটি কামড়ানো শট নেন। বল হাত থেকে ফসকে যায় রহমতগঞ্জ গোলরক্ষক আল আমিনের। তখন ফাঁকায় দাঁড়ানো ইসমাইল বাঙ্গুরা আলতো করে বল ঠেলে দেন পোস্টে (১-)। ওই গোলের পর উজ্জীবিত মোহামেডান এগিয়ে যায় ৬৮ মিনিটে। সেনেগালের ডিফেন্ডার ইয়া ইয়া সিরের ৩৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিক ঠেকিয়ে দেন আল আমিন। কিন্তু বল রিবাউন্ড করে সামনে চলে আসে। ফাঁকায় দাঁড়ানো শাহেদ হোসেন

প্লেসিং শটে এগিয়ে নেন মোহামেডানকে (২-১)। ৭৮ মিনিটে মোহামেডানের উৎসবের কফিনে পেরেক ঠুকে দেন সেনেগালিজ স্ট্রাইকার সিয়ো জুনাপিয়ো (২-২)।

সর্বশেষ খবর