স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। ওয়ালটন ফেডারেশন কাপের শিরোপার অন্যতম দাবিদার ছিল। কিন্তু গ্রুপ পর্বই পেরুতে পারেনি জাতীয় দলের তারকানির্ভর দলটি। একই অবস্থায় হাঁটতে শুরু করেছিল ঢাকা আবাহনী। আরামবাগের কাছে হেরে প্রায় বিদায়ের পথে এসে দাঁড়িয়েছিল ধানমন্ডি পাড়ার দলটি। কোয়ার্টার ফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে ফেনী সকারকে হারাতেই হতো। এমন সমীকরণের ম্যাচে আবাহনী ১-০ গোলে হারিয়েছে ফেনী সকারকে। খেলার একমাত্র গোলটি করেন আবাহনীর ইংলিশ ফুটবলার লি টাক। লি টাক গোলটি করেন মাত্র ৪৫ সেকেন্ডে। যা ঘরোয়া ফুটবলে সবচেয়ে দ্রুততম সময়ে গোলের রেকর্ড। এই জয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আবাহনীর অবস্থান ‘এ’ গ্রুপে রানার্সআপ। আরামবাগের পয়েন্ট সমসংখ্যক ম্যাচে ৪। কঠিন সমীকরণের ম্যাচে জিততে আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে আবাহনী। রেফারির শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে আবাহনী। ৪৫ সেকেন্ডে গোল করে চমকে দেন লি টাক। রেফারির বাঁশিতে খেলা শুরুর সঙ্গে সঙ্গে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন বল বাড়িয়ে দেন আগুয়ান সানডে চিজোবাকে। চিজোবা বল ধরতেই ডান প্রান্ত ধরে ছুটতে থাকেন ইংলিশ মিডফিল্ডার লি টাক। চিজোবা তখন বল বক্সের ডান প্রান্তে মাইনাস করেন। বলটি ধরে লি টাক কোনাকুনি শটে ম্যাচের একমাত্র গোলটি করেন (১-০)। ১৯ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করার সহজ সুযোগ হারায় আবাহনী। লি টাকের ক্রসে ব্যাক হিল করেন জীবন। বল যায় সানডের পায়ে। কিন্তু নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে তাড়াহুড়া করতে যেয়ে বাইরে মারেন। শুরুর ধাক্কা সামলে আক্রমণে আসে ফেনী সকার। ৩২ মিনিটে কাউন্টার অ্যাটাকে বিব্রতকর অবস্থায় ফেলে আবাহনীকে। প্রতিপক্ষের গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে ফাঁকা পেয়েও বাইরে মারেন ফেনীর স্ট্রাইকার আকবর হোসেন রিদন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়াতে আবাহনীর কোচ জর্জ কোটান একাদশে বদল আনেন। জীবনকে বদলে ওয়াহেদকে মাঠে নামান কোটান। কিন্তু তাতেও লাভ হয়নি। আবাহনী কোয়ার্টার ফাইনালে উঠলেও ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। গতকাল তারা ২-১ গোলে হেরে যায় টিম বিজেএমসির কাছে। বিজেএমসির তপু ২ ও মোহামেডানের এহসান গোলগুলো করেন। এ জয়ে বিজেএমসি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে রহমতগঞ্জ।
শিরোনাম
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
কোয়ার্টারে আবাহনী, মোহামেডান আউট
আবাহনী ১ : ০ ফেনী সকার মোহামেডান ১ : ২ বিজেএমসি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর