শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল?

মেজবাহ্-উল-হক

চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল?

সুপার লিগে তিন রাউন্ড করে বাকি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শেষের পথে। কিন্তু এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না, কারা চ্যাম্পিয়ন হতে পারে এবারের আসরে। সুপার লিগে ওঠা ছয় দলের সামনেই রয়েছে সুযোগ। তবে শিরোপার দৌঁড়ে মোহামেডান, প্রাইম ব্যাংক কিংবা প্রাইম দোলেশ্বরের  চেয়ে এগিয়ে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ, ভিক্টোরিয়া ও আবাহনী।

এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রূপগঞ্জ। সুপার লিগের দুই ম্যাচেই জিতেছে দলটি। তা ছাড়া এবারের আসরে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। জাতীয় দলে দুই ওপেনার মোহাম্মদ মিথুন ও সৌম্য সরকার। বোলিংয়ে বড় ভরসা স্পিনার তাইজুল ইসলাম। জহুরুল ইসলামের মতো পরীক্ষিত ব্যাটসম্যান। তা ছাড়া মোশাররফ হোসেন রুবেলের নেতৃত্ব দলটি দারুণ পারফর্ম করছে। সুপার লিগে দুই ম্যাচেই জয় পেয়েছে নারায়ণগঞ্জের দলটি। আগের ম্যাচে মোহামেডানকে এবং পরের ম্যাচে হারিয়েছে ভিক্টোরিয়াকে। তবে আরও এক পয়েন্ট বেশি নিয়ে শক্ত অবস্থানে থাকতো তারা যদি লিগ পর্বের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচটি পরিত্যক্ত না হতো। মজার ব্যাপার হচ্ছে, আগের দিন বৃষ্টি হওয়ার কারণে পরের দিন ম্যাচটি মাঠে গড়ায়নি। আর রিজার্ভ ডে পণ্ড হয়েছে বৃষ্টির কারণে। রিজার্ভ ডে-তে বিকেএসপির গ্রাউন্ডসম্যানদের অবহেলার বিষয়টি নিয়ে প্রশ্ন ছিল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে শেষ পর্যন্ত এই পয়েন্টই কাল হয়ে দাঁড়ায় কিনা! সুপারের লিগের পরের তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ আবাহনী, প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বর। তিন ম্যাচেই জয়ের জন্য মরিয়া দলটি। তবে রূপগঞ্জ এবার শিরোপা জিতলে নতুন চ্যাম্পিয়নকে পাবে ঢাকা প্রিমিয়ার লিগ। শিরোপার অন্যতম দাবিদার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। যদিও শেষ ম্যাচে তারা রূপগঞ্জের কাছে হেরে গেছে। তারপরেও এখনো ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। চলতি আসরের শীর্ষ রান সংগ্রাহক দুই ব্যাটসম্যান আবদুল মজিদ ও আল আমিন এবং শীর্ষ উইকেট শিকারি দুই বোলার লঙ্কান স্পিনার চতুরঙ্গ ডি সিলভা ও পেসার কামরুল ইসলাম রাব্বি ভিক্টোরিয়ার। আবদুল মজিদ ১৩ ম্যাচে ৪৮.৯২ গড়ে করেছেন ৬৩৬ রান। দুই সেঞ্চুরির সঙ্গে চারটি হাফ সেঞ্চুরি। আল আমিন ৫৩.৯০ গড়ে করেছেন ৫৯৩ রান। একটি সেঞ্চুরির সঙ্গে ছয়টি হাফ সেঞ্চুরি। ১৩ ম্যাচে চতুরঙ্গ ডি সিলভা নিয়েছেন ২৮ উইকেট। ২৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাব্বি। এছাড়া মুমিনুল হক, সোহরাওয়ার্দী শুভর মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন দলে। তাই শেষ ম্যাচে জিতে শিরোপা উৎসব করতেই পারে ভিক্টোরিয়া।

এবারের আসরে সবচেয়ে তারকা সমৃদ্ধ দল আবাহনী। তামিম ইকবালের নেতৃত্বে খেলা এই দলে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া জাতীয় দলের সদস্য মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, সাকলাইন সজীব, লিটন দাস রয়েছেন দলে। অনূর্ধ্ব-১৯ দলের সেরা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত রয়েছেন দলে। ১২ ম্যাচে আবাহনী ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সুপার লিগের প্রথম ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিরুদ্ধে খেলাটি এখনো অমীমাংসিত অবস্থায় রয়েছে। সেই ম্যাচে জয়ে পেলে হয়তো শীর্ষেই থাকতো ধানমন্ডির দলটি। তবে এখনো আবাহনীর সামনে রয়েছে বড় সুযোগ। পরের তিন ম্যাচ জিততে পারলে শিরোপা এসে ধরা দেবে তাদের হাতেই। তা ছাড়া শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিরুদ্ধে আবাহনী যেভাবে খেলেছে, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তাদের শিরোপা কঠিন হওয়ার কথা নয়। শেষ ম্যাচে মোহামেডানকে তামিমের দল হারিয়েছে ২৬০ রানের বিশাল ব্যবধানে। পরের তিন ম্যাচে আবাহনীকে খেলতে হবে প্রাইম ব্যাংক, ভিক্টোরিয়া ও রূপগঞ্জের বিরুদ্ধে।

আগের ম্যাচে হারলেও এখনো সম্ভাবনা ফুরিয়ে যায়নি প্রাইম দোলেশ্বরের। তাদের পয়েন্ট এখন ১৪। তবে শিরোপা জিততে হলে পরের সব কটি ম্যাচেই জয় পেতে হবে। লিগ পর্বে যেভাবে লড়াই করেছে, সে ধারাবাহিকতা পরের তিন ম্যাচে দেখাতে প্রথমবারের মতো শিরোপা উৎসবে মেতে উঠতে পারে দোলেশ্বরও। প্রাইম ব্যাংক ও মোহামেডানের সামনেও রয়েছে সুযোগ। এবারের সুপার লিগে সবচেয়ে কম পয়েন্ট নিয়ে উঠেছিল বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক। সুপার লিগের প্রথম ম্যাচেই তারা হেরেও যায়। তবে দ্বিতীয় ম্যাচে দোলেশ্বরকে হারিয়ে ছন্দে ফিরেছে দলটি। ছন্দ হারিয়ে ফেলেছে মুশফিকুর রহিমের মোহামেডান। সুপার লিগের দুই ম্যাচেই হেরেছে মতিঝিলের দলটি। তবে এখনো সুযোগ রয়েছে যদি পরের সব ম্যাচেই জিততে পারে! এদিকে গতকাল ইংল্যান্ড ২-১ গোলে ওয়েলসকে পরাজিত করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর