শিরোনাম
শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

ঢাকায় আন্তর্জাতিক হ্যান্ডবল

ক্রীড়া প্রতিবেদক

১৯৯৫ সালে ঢাকায় কমলাপুর ইনডোরে বসেছিল পুরুষ ও মেয়েদের বয়সভিত্তিক কমনওয়েলথ হ্যান্ডবলের আসর। ব্যাপক সাড়া পড়েছিল এ টুর্নামেন্ট। এরপর কবে ঢাকায় হ্যান্ডবলের আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছিল তা মনে করতে পারলেন না আসাদুজ্জামান কোহিনুর। বললেন, ২০১০ সালের দিকে সম্ভবত একটা টুর্নামেন্ট হয়েছিল। দিন-তারিখটা ঠিকমতো মনে করতে পারছি না। তিনি জানালেন চলতি বছরে অক্টোবরে ঢাকায় অনূর্ধ্ব-২১ ছেলেমেয়েদের আইএইচএফ টুর্নামেন্ট হবে। ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশনের শিডিউল অনুযায়ী অক্টোবরের ৯ তারিখ থেকে শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ টুর্নামেন্ট হওয়ার কথা। কোহিনুর বললেন, আমরা চাচ্ছি টুর্নামেন্টটি কদিন পেছাতে। চূড়ান্ত না হলেও ৭/৮টি দেশ টুর্নামেন্টে অংশ নেবে আশা করা যাচ্ছে। তবে বসে নেই খেলোয়াড়রা। ভালো ফলাফলের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। হ্যান্ডবল এখন দেশে জনপ্রিয় খেলা। এবার এস এ গেমসে ভালো পারফরম্যান্স করেছে। দেশে নিয়মিতভাবে আন্তর্জাতিক হ্যান্ডবল হলে খেলোয়াড়রা উপকৃত হবে। ফেডারেশনের এদিকে নজর  দেওয়া উচিত।

সর্বশেষ খবর