শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা

শেষ ষোলতে রোনালদোরা

ক্রীড়া ডেস্ক

শেষ ষোলতে রোনালদোরা

জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বসেরা তারকা ফুটবলারের শেষ বেলায় জ্বলে উঠায় হাফ ছেড়ে বেঁচেছে ফুটবল বিশ্ব। হাফ ছেড়ে বেেঁচছেন ফুটবলপ্রেমীরা। হাফ ছেড়ে বেঁচেছে পর্তুগাল। রোনালদো যদি আগুন ছড়ানো ফুটবল না খেলতেন, তাহলে লিগ পর্ব খেলেই ফিরে যেত পর্তুগালকে। কিন্তু বিশ্বসেরা ফুটবলার চেয়েছেন থাকতে, তাই ফ্রেন্স পুসকাসের দল হাঙ্গেরির সঙ্গে ৩-৩ গোলে ড্র করে জায়গা করে নেয় সুপার ১৬তে। দলটি ২৬ জুন নকআউট পর্বে খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ড্র করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে হাঙ্গেরিও। এদিকে গতকাল সেরা ১৬ দল চূড়ান্ত হয়েছে নকআউট পর্বের।

রোনালদোর ম্যাজিকের দিনে আরেক ফুটবল জাদুকর বিদায় নিয়েছেন ইউরো থেকে। একই সঙ্গে সুইডেনকেও বিদায় জানিয়েছেন। জ্লাতান ইব্রাহিমোভিচ; সুইডেন ফুটবলের কিংবদন্তির ফুটবলার। এসেছিলেন বড় স্বপ্ন নিয়ে। কিন্তু ৩৫ বছর বয়স্ক ফুটবলারকে বিদায় নিতে হলো প্রথম পর্ব খেলেই। বেলজিয়ামের কাছে ইউরো পর্ব শেষ হয়েছে সুইডেনের। শেষ ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ১-০ গোলে হারিয়ে সেরা ষোলতে নাম লিখেছে আয়ারল্যান্ড। গ্রুপ পর্ব শেষ। এখন নকআউট পর্ব শুরু ২৫ জুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর