সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

দেশের টানে ফিরবেন মেসি

ক্রীড়া ডেস্ক

কোপা আমেরিকা কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। তারপরও দুনিয়া জুড়ে শুধু লিওনেল মেসিকে নিয়েই আলোচনা। ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরে শিরোপা জিততে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির নেতৃত্বে আর্জেন্টিনার শিরোপা জেতাটা স্বপ্নই থেকে গেল। রাগে ও অভিমানে ফাইনালে হারার পরই অশ্রুভেজা কণ্ঠে মেসি ঘোষণা দেন  জাতীয় দলের হয়ে আর খেলবেন না। আর্জেন্টিনার জার্সি তাকে মানায় না। পৃথিবীর সেরা এ ফুটবলারের এমন ঘোষণায় অবাক হয়ে যায় ফুটবলবিশ্ব। ভক্তরা যা কখনো ভাবতেই পারেনি।

পরের দেশে লিগ খেলবে অথচ দেশের হয়ে মাঠে নামবেন না তা কি হয়। মেসির এমন সিদ্ধান্তে আর্জেন্টাইনরা যেমন ব্যথিত তেমনি কেউ কেউ আবার ক্ষুব্ধ। ১৯৭৮ সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার এক সদস্য জানান, ট্রফি না জেতাটা সত্যিই কষ্টেই। আমি নিশ্চিত ছিলাম কোপা আমেরিকা কাপ আর্জেন্টিনা জিতবে। পারেনি, টাইব্রেকারে হেরে গেছে। চ্যাম্পিয়ন হয়েছে চিলি। একেতো শিরোপা জিততে পারেনি, তারপর আবার টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন মেসি। কষ্টে জাতীয় দলে না খেলার ঘোষণা দিয়েছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ম্যারাডোনাসহ অনেকেই মেসিকে সিদ্ধান্ত বদলের অনুরোধ রেখেছেন। কিন্তু মেসি নীরব, কোনো কথাই বলছেন না। মনের কষ্টে হঠাৎ একটা ঘোষণা দিয়েছেন। এ সময় তার বিশ্রামের দরকার। আমি নিশ্চিত দেশের টানেই মেসি ঘোষণা দেবেন জাতীয় দলে ফেরার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর