শেষ সেট পয়েন্টটা জিতেই মাটিতে চিৎ হয়ে শুয়ে পড়লেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। তার অপ্রতিরোধ্য গতি একবার থামিয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেলিক কারবার। তবে দ্বিতীয়বার আর থামাতে পারলেন না। উইম্বলডনে মেয়েদের এককের ফাইনালে গতকাল ৭-৫, ৬-৩ গেমে অ্যাঞ্জেলিক কারবারকে হারিয়ে ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ডস্লাম শিরোপা জিতলেন সেরেনা উইলিয়ামস। এ জয়ের মধ্য দিয়েই তিনি স্থান নিলেন জার্মান কিংবদন্তি স্টেফিগ্রাফের পাশে। ওপেন যুগে সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয় করেছেন সেরেনা ও স্টেফিগ্রাফ (দুজনেই ২২টি করে)। অবশ্য সর্বকালের সেরা হতে এখনো দুটি গ্র্যান্ডস্লাম জিততে হবে ৩৪ বছরের সেরেনার। মার্গারেট কোর্ট ২৪টি গ্র্যান্ডস্লাম জিতে সবার উপরে অবস্থান করছেন এখনো। চলতি বছরেই তিনি ৩৫ বছর পূর্ণ করবেন। এ বয়সেই যে ফিটনেস ধরে রেখেছেন, তাতে আরও বেশ কয়েকটা গ্র্যান্ডস্লাম তিনি জিততেই পারেন। তবে উইম্বলডনে সপ্তম শিরোপা জিতে এসব নিয়ে মোটেও ভাবছেন না সেরেনা। তিনি স্টেফিগ্রাফের পাশে স্থান নিতে পেরেই দারুণ খুশি। উইম্বলডনের ট্রফি হাতে সেরেনা বলেন, ‘এটা সত্যিই দারুণ এক অনুভূতি।’ তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়ে এভাবেই কথা বলতে শুরু করেন। প্রতিপক্ষ জার্মান তরুণী অ্যাঞ্জেলিক কারবারের প্রশংসা করে সেরেনা বলেন, ‘আমি তার সঙ্গে খেলতে দারুণ পছন্দ করি। সে দারুণ এক প্রতিপক্ষ। আমরা এক সঙ্গে যখন কোর্ট ছাড়ি তখনো সে হাসছিল ঠিক একজন গ্রেটের মতো।’ তিনি প্রতিপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ২২তম গ্র্যান্ডস্লাম জেতার আনন্দে এরপরই তিনি ভাষা হারিয়ে ফেলেন। সেরেনা বলেন, ‘আমি জানি না আমার এখন কী বলা উচিত।’ সেরেনার বক্তব্যের পরই অল ইংল্যান্ড টেনিসের কোর্টের গ্যালারিতে থাকা দর্শকরা তাকে ‘স্ট্যান্ডিং ওভিশন’ দেয়। কেবল গ্যালারির দর্শকরাই নয়, সেরেনাকে অভিনন্দন জানান টেনিসের কিংবদন্তিরাও। স্টেফিগ্রাফ তো আগেই বলেছিলেন, রেকর্ডটা সেরেনা করতে পারলে তার ভালোই লাগবে। সামনেই আছে ইউএস ওপেন। বছরের শেষ গ্র্যান্ডস্লাম শিরোপা জিততে পারলেই সেরেনা ছাড়িয়ে যাবেন স্টেফিগ্রাফকে। সেই সঙ্গে তার সামনে সুযোগ আসবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্টকে স্পর্শ করার। ৩৫ ছুঁই ছুঁই সেরেনা উইলিয়ামস কি পারবেন সর্বকালের সেরা হতে! এ প্রশ্নের উত্তর ভবিষ্যতের কাছেই থাক। আপাতত সেরেনা যা করেছেন তাতেই তিনি একজন কিংবদন্তির মর্যাদা পেয়ে গেছেন।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
স্টেফির পাশে সেরেনা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর