বিশ্ব ফুটবলের বর্তমানে তারকা অভাব নেই। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, সার্জিও অ্যাগুইরো, ইব্রাহিমোভিচ, ওয়েই রুনি, গ্রিজম্যানদের মতো তারকারা মাঠ মাতাচ্ছেন। কিন্তু এদের মধ্যে যোজন যোজন এগিয়ে রোনালদো ও মেসি। দুজনের মধ্যে অলিখিত প্রতিদ্বন্দ্বিতা চলমান। দুজনে খেলছেন দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দুজনের পারফরম্যান্সের উপরই নির্ভর করে দলের সাফল্য। দলের পাশাপাশি দুজনের প্রতিদ্বন্দ্বিতাটাও বেশ। একজন রেকর্ড গড়েন তো, পরক্ষণে আরেকজন সেটা ভেঙে দেন। চ্যাম্পিয়ন্স লিগেও দেখা গেল দুই তারকা ফুটবলারের রেকর্ড গড়া আর ভাঙার খেলা। বার্সা তারকা মেসি ভাঙলেন রোনালদোর হ্যাটট্রিকের রেকর্ড। বিপরীতে রোনালদো গড়লেন চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ফ্রি কিকে গোলের রেকর্ড। দুজনের রেকর্ড ভাঙা গড়ার খেলায় জয় পেয়েছে রিয়াল ও বার্সেলোনা। মেসির হ্যাটট্রিকে বার্সা যতটা সহজ জয় পেয়েছে, ঠিক ততটাই কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল। শেষ ৫ মিনিটের ম্যাজিকে রিয়াল ২-১ গোলে স্পোর্টিং লিসবনকে হারিয়ে শুরু করেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা মিশন। মেসির হ্যাটট্রিকে বার্সেলোনা ৭-০ গোলে হারিয়েছে সেল্টিককে। দুই বিশ্ব তারকার লড়াইয়ে যখন মুগ্ধ ফুটবলপ্রেমীরা তখন আড়ালে নিজের জাত চিনিয়ে যাচ্ছেন ম্যাঞ্চেষ্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুইরো। অ্যাগুইরোর হ্যাটট্রিকে ম্যান সিটি ৪-০ গোলে হারিয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে। বার্নাব্যুতে যখন স্পোর্টিং লিসবনের সমর্থকরা জয়োৎসব শুরু করে দিয়েছিলেন, তখনই তাদের সুখানন্দে পেরেক ঠুঁকে দেন রোনালদো ও আলবার্তো মোরাতা। ৮৮ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়েছিল রোনালদোর দেশ পর্তুগালের দল স্পোর্টিং লিসবন। এক সময় মনে হচ্ছিল চেজারের দেওয়া গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দিবে। কিন্তু ইউরো চ্যাম্পিয়ন রোনালদো ৮৯ মিনিটে সমতায় ফেরান রিয়ালকে। ফ্রি কিকে অসাধারণ গোল করে ভেঙে দেন ইতালিয়ান লিজেন্ডারি ফুটবলার আলেসান্দ্রো দেলপিয়েরোর ১১টি ফ্রি কিকে গোলের রেকর্ড। রোনালদোর ফ্রি কিকে গোলের রেকর্ড এখন ১২টি। ম্যাচের অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন মোরাতা। পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয়ে দলের শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন কোচ জিনেদিন জিদান, ‘জিতেই আমরা খুশি। কেননা আমরা শেষ পর্যন্ত লড়েছি। পিছিয়ে পড়েও আমরা কখনো হাল ছাড়িনি। ফুটবলাররা প্রচণ্ড চেষ্টা করেছেন এবং সেটার ফলও পেয়েছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এটাই রিয়াল মাদ্রিদ এবং এক মিনিটের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারি।’ লা লিগার ম্যাচে হেরেছিল বার্সেলোনা। সেই ধাক্কা সামলে নেয় চ্যাম্পিয়ন্স লিগে। স্কটিশ চ্যাম্পিয়ন সেলটিককে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিলেন মেসি, নেইমার, সুয়ারেজরা। মেসির হ্যাটট্রিকে বার্সা ৭-০ গোলে বিধ্বস্ত করেছে সেলটিককে। তার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগে ষষ্ঠ। এর আগে ৫টি হ্যাটট্রিক করে সবার উপরে ছিলেন রিয়াল তারকা রোনালদো। তিনটি করে হ্যাটট্রিক রয়েছে মারিও গোমেজ, ফিলিপ্পে ইনজাগি ও লুইস আদ্রিয়ানোর।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
মেসির হ্যাটট্রিকে বার্সার গোল বন্যা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর