সপ্তাহ দুয়েক বিরতির পর পেশাদার ফুটবল লিগ আজ আবার মাঠে গড়াচ্ছে। সিলেট পর্ব শেষে লিগ আবার ঢাকা ফিরছে। বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়াচক্র ও আরামবাগ ক্রীড়া সংঘ মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় শেখ জামাল লড়বে মোহামেডানের বিরুদ্ধে। চট্টগ্রাম, ময়মনসিংহ এর আগে ঢাকায় জয় বঞ্চিত হলেও শেখ রাসেল স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সিলেটে। দুই ম্যাচে ঢাকা আবাহনীর সঙ্গে ড্র ও ঢাকা মোহামেডানের বিপক্ষে জয় পেয়েছে। কোচ শফিকুল ইসলাম মানিক দুই ম্যাচে চার পয়েন্ট পাওয়ায় খুশি। তিনি বলেন, ঘুরে দাঁড়াতে জয়টা খুব জরুরি হয়ে পড়েছিল। এখন আশা রাখি ভালোভাবেই এগুতে পারব। তবে প্রতিপক্ষ আরামবাগকে কোনোভাবেই দুর্বল ভাবা যাবে না। মানিক বলেন, চলতি মৌসুমে ওরা দারুণ খেলছে। স্বাধীনতা কাপে শক্তিশালী প্রতিপক্ষদের পেছনে ফেলে রানার্সআপ হয়েছে। লিগেও ভালো খেলেছে। লড়াই করার ক্ষমতাও রয়েছে। পুরো পয়েন্ট পেতে মরিয়া হয়ে লড়তে হবে। টানা দুই ম্যাচে জয় এলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। আরামবাগের বিরুদ্ধে আমরা সতর্ক হয়েই মাঠে নামব। মানিক তাই মনে করেন পুরো সময়ই সতর্ক হয়ে খেলতে হবে।শেখ রাসেল এবার তারকানির্ভর দল গড়েছে। কিন্তু লিগের পারফরম্যান্স হতাশাজনকই বলা যায়। ৯ ম্যাচে ৬টিতেই তারা পরাজিত হয়েছে। টিম বিজেএমসি, ঢাকা আবাহনী ড্র মোহামেডানকে হারিয়ে ৫ পয়েন্ট সংগ্রহ করেছে। শিরোপা কে জিতবে এখনই বলার সময় না এলেও শেখ রাসেলকে এখন প্রতিটি ম্যাচ জেতা জরুরি হয়ে পড়েছে। আজ আরামবাগ ও ১৮ অক্টোবর প্রথম পর্বের শেষ ম্যাচে শেখ জামালকে হারাতে পারলেই শিরোপা লড়াইয়ে ফিরে আসতে পারবে শেখ রাসেল। কোচ মানিক বলেন, ছেলেরা প্রশিক্ষণে যে পরিশ্রম করছে তাতে আমি বিশ্বাস করি শেখ রাসেল মাঠে তাদের আসলরূপে ফিরবে।
শিরোনাম
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
শেখ রাসেল-আরামবাগ মুখোমুখি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর