সপ্তাহ দুয়েক বিরতির পর পেশাদার ফুটবল লিগ আজ আবার মাঠে গড়াচ্ছে। সিলেট পর্ব শেষে লিগ আবার ঢাকা ফিরছে। বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়াচক্র ও আরামবাগ ক্রীড়া সংঘ মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় শেখ জামাল লড়বে মোহামেডানের বিরুদ্ধে। চট্টগ্রাম, ময়মনসিংহ এর আগে ঢাকায় জয় বঞ্চিত হলেও শেখ রাসেল স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সিলেটে। দুই ম্যাচে ঢাকা আবাহনীর সঙ্গে ড্র ও ঢাকা মোহামেডানের বিপক্ষে জয় পেয়েছে। কোচ শফিকুল ইসলাম মানিক দুই ম্যাচে চার পয়েন্ট পাওয়ায় খুশি। তিনি বলেন, ঘুরে দাঁড়াতে জয়টা খুব জরুরি হয়ে পড়েছিল। এখন আশা রাখি ভালোভাবেই এগুতে পারব। তবে প্রতিপক্ষ আরামবাগকে কোনোভাবেই দুর্বল ভাবা যাবে না। মানিক বলেন, চলতি মৌসুমে ওরা দারুণ খেলছে। স্বাধীনতা কাপে শক্তিশালী প্রতিপক্ষদের পেছনে ফেলে রানার্সআপ হয়েছে। লিগেও ভালো খেলেছে। লড়াই করার ক্ষমতাও রয়েছে। পুরো পয়েন্ট পেতে মরিয়া হয়ে লড়তে হবে। টানা দুই ম্যাচে জয় এলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। আরামবাগের বিরুদ্ধে আমরা সতর্ক হয়েই মাঠে নামব। মানিক তাই মনে করেন পুরো সময়ই সতর্ক হয়ে খেলতে হবে।শেখ রাসেল এবার তারকানির্ভর দল গড়েছে। কিন্তু লিগের পারফরম্যান্স হতাশাজনকই বলা যায়। ৯ ম্যাচে ৬টিতেই তারা পরাজিত হয়েছে। টিম বিজেএমসি, ঢাকা আবাহনী ড্র মোহামেডানকে হারিয়ে ৫ পয়েন্ট সংগ্রহ করেছে। শিরোপা কে জিতবে এখনই বলার সময় না এলেও শেখ রাসেলকে এখন প্রতিটি ম্যাচ জেতা জরুরি হয়ে পড়েছে। আজ আরামবাগ ও ১৮ অক্টোবর প্রথম পর্বের শেষ ম্যাচে শেখ জামালকে হারাতে পারলেই শিরোপা লড়াইয়ে ফিরে আসতে পারবে শেখ রাসেল। কোচ মানিক বলেন, ছেলেরা প্রশিক্ষণে যে পরিশ্রম করছে তাতে আমি বিশ্বাস করি শেখ রাসেল মাঠে তাদের আসলরূপে ফিরবে।
শিরোনাম
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
শেখ রাসেল-আরামবাগ মুখোমুখি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর