সপ্তাহ দুয়েক বিরতির পর পেশাদার ফুটবল লিগ আজ আবার মাঠে গড়াচ্ছে। সিলেট পর্ব শেষে লিগ আবার ঢাকা ফিরছে। বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়াচক্র ও আরামবাগ ক্রীড়া সংঘ মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় শেখ জামাল লড়বে মোহামেডানের বিরুদ্ধে। চট্টগ্রাম, ময়মনসিংহ এর আগে ঢাকায় জয় বঞ্চিত হলেও শেখ রাসেল স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সিলেটে। দুই ম্যাচে ঢাকা আবাহনীর সঙ্গে ড্র ও ঢাকা মোহামেডানের বিপক্ষে জয় পেয়েছে। কোচ শফিকুল ইসলাম মানিক দুই ম্যাচে চার পয়েন্ট পাওয়ায় খুশি। তিনি বলেন, ঘুরে দাঁড়াতে জয়টা খুব জরুরি হয়ে পড়েছিল। এখন আশা রাখি ভালোভাবেই এগুতে পারব। তবে প্রতিপক্ষ আরামবাগকে কোনোভাবেই দুর্বল ভাবা যাবে না। মানিক বলেন, চলতি মৌসুমে ওরা দারুণ খেলছে। স্বাধীনতা কাপে শক্তিশালী প্রতিপক্ষদের পেছনে ফেলে রানার্সআপ হয়েছে। লিগেও ভালো খেলেছে। লড়াই করার ক্ষমতাও রয়েছে। পুরো পয়েন্ট পেতে মরিয়া হয়ে লড়তে হবে। টানা দুই ম্যাচে জয় এলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। আরামবাগের বিরুদ্ধে আমরা সতর্ক হয়েই মাঠে নামব। মানিক তাই মনে করেন পুরো সময়ই সতর্ক হয়ে খেলতে হবে।শেখ রাসেল এবার তারকানির্ভর দল গড়েছে। কিন্তু লিগের পারফরম্যান্স হতাশাজনকই বলা যায়। ৯ ম্যাচে ৬টিতেই তারা পরাজিত হয়েছে। টিম বিজেএমসি, ঢাকা আবাহনী ড্র মোহামেডানকে হারিয়ে ৫ পয়েন্ট সংগ্রহ করেছে। শিরোপা কে জিতবে এখনই বলার সময় না এলেও শেখ রাসেলকে এখন প্রতিটি ম্যাচ জেতা জরুরি হয়ে পড়েছে। আজ আরামবাগ ও ১৮ অক্টোবর প্রথম পর্বের শেষ ম্যাচে শেখ জামালকে হারাতে পারলেই শিরোপা লড়াইয়ে ফিরে আসতে পারবে শেখ রাসেল। কোচ মানিক বলেন, ছেলেরা প্রশিক্ষণে যে পরিশ্রম করছে তাতে আমি বিশ্বাস করি শেখ রাসেল মাঠে তাদের আসলরূপে ফিরবে।
শিরোনাম
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী