সপ্তাহ দুয়েক বিরতির পর পেশাদার ফুটবল লিগ আজ আবার মাঠে গড়াচ্ছে। সিলেট পর্ব শেষে লিগ আবার ঢাকা ফিরছে। বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়াচক্র ও আরামবাগ ক্রীড়া সংঘ মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় শেখ জামাল লড়বে মোহামেডানের বিরুদ্ধে। চট্টগ্রাম, ময়মনসিংহ এর আগে ঢাকায় জয় বঞ্চিত হলেও শেখ রাসেল স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সিলেটে। দুই ম্যাচে ঢাকা আবাহনীর সঙ্গে ড্র ও ঢাকা মোহামেডানের বিপক্ষে জয় পেয়েছে। কোচ শফিকুল ইসলাম মানিক দুই ম্যাচে চার পয়েন্ট পাওয়ায় খুশি। তিনি বলেন, ঘুরে দাঁড়াতে জয়টা খুব জরুরি হয়ে পড়েছিল। এখন আশা রাখি ভালোভাবেই এগুতে পারব। তবে প্রতিপক্ষ আরামবাগকে কোনোভাবেই দুর্বল ভাবা যাবে না। মানিক বলেন, চলতি মৌসুমে ওরা দারুণ খেলছে। স্বাধীনতা কাপে শক্তিশালী প্রতিপক্ষদের পেছনে ফেলে রানার্সআপ হয়েছে। লিগেও ভালো খেলেছে। লড়াই করার ক্ষমতাও রয়েছে। পুরো পয়েন্ট পেতে মরিয়া হয়ে লড়তে হবে। টানা দুই ম্যাচে জয় এলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। আরামবাগের বিরুদ্ধে আমরা সতর্ক হয়েই মাঠে নামব। মানিক তাই মনে করেন পুরো সময়ই সতর্ক হয়ে খেলতে হবে।শেখ রাসেল এবার তারকানির্ভর দল গড়েছে। কিন্তু লিগের পারফরম্যান্স হতাশাজনকই বলা যায়। ৯ ম্যাচে ৬টিতেই তারা পরাজিত হয়েছে। টিম বিজেএমসি, ঢাকা আবাহনী ড্র মোহামেডানকে হারিয়ে ৫ পয়েন্ট সংগ্রহ করেছে। শিরোপা কে জিতবে এখনই বলার সময় না এলেও শেখ রাসেলকে এখন প্রতিটি ম্যাচ জেতা জরুরি হয়ে পড়েছে। আজ আরামবাগ ও ১৮ অক্টোবর প্রথম পর্বের শেষ ম্যাচে শেখ জামালকে হারাতে পারলেই শিরোপা লড়াইয়ে ফিরে আসতে পারবে শেখ রাসেল। কোচ মানিক বলেন, ছেলেরা প্রশিক্ষণে যে পরিশ্রম করছে তাতে আমি বিশ্বাস করি শেখ রাসেল মাঠে তাদের আসলরূপে ফিরবে।
শিরোনাম
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
শেখ রাসেল-আরামবাগ মুখোমুখি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর