সপ্তাহ দুয়েক বিরতির পর পেশাদার ফুটবল লিগ আজ আবার মাঠে গড়াচ্ছে। সিলেট পর্ব শেষে লিগ আবার ঢাকা ফিরছে। বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়াচক্র ও আরামবাগ ক্রীড়া সংঘ মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় শেখ জামাল লড়বে মোহামেডানের বিরুদ্ধে। চট্টগ্রাম, ময়মনসিংহ এর আগে ঢাকায় জয় বঞ্চিত হলেও শেখ রাসেল স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সিলেটে। দুই ম্যাচে ঢাকা আবাহনীর সঙ্গে ড্র ও ঢাকা মোহামেডানের বিপক্ষে জয় পেয়েছে। কোচ শফিকুল ইসলাম মানিক দুই ম্যাচে চার পয়েন্ট পাওয়ায় খুশি। তিনি বলেন, ঘুরে দাঁড়াতে জয়টা খুব জরুরি হয়ে পড়েছিল। এখন আশা রাখি ভালোভাবেই এগুতে পারব। তবে প্রতিপক্ষ আরামবাগকে কোনোভাবেই দুর্বল ভাবা যাবে না। মানিক বলেন, চলতি মৌসুমে ওরা দারুণ খেলছে। স্বাধীনতা কাপে শক্তিশালী প্রতিপক্ষদের পেছনে ফেলে রানার্সআপ হয়েছে। লিগেও ভালো খেলেছে। লড়াই করার ক্ষমতাও রয়েছে। পুরো পয়েন্ট পেতে মরিয়া হয়ে লড়তে হবে। টানা দুই ম্যাচে জয় এলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। আরামবাগের বিরুদ্ধে আমরা সতর্ক হয়েই মাঠে নামব। মানিক তাই মনে করেন পুরো সময়ই সতর্ক হয়ে খেলতে হবে।শেখ রাসেল এবার তারকানির্ভর দল গড়েছে। কিন্তু লিগের পারফরম্যান্স হতাশাজনকই বলা যায়। ৯ ম্যাচে ৬টিতেই তারা পরাজিত হয়েছে। টিম বিজেএমসি, ঢাকা আবাহনী ড্র মোহামেডানকে হারিয়ে ৫ পয়েন্ট সংগ্রহ করেছে। শিরোপা কে জিতবে এখনই বলার সময় না এলেও শেখ রাসেলকে এখন প্রতিটি ম্যাচ জেতা জরুরি হয়ে পড়েছে। আজ আরামবাগ ও ১৮ অক্টোবর প্রথম পর্বের শেষ ম্যাচে শেখ জামালকে হারাতে পারলেই শিরোপা লড়াইয়ে ফিরে আসতে পারবে শেখ রাসেল। কোচ মানিক বলেন, ছেলেরা প্রশিক্ষণে যে পরিশ্রম করছে তাতে আমি বিশ্বাস করি শেখ রাসেল মাঠে তাদের আসলরূপে ফিরবে।
শিরোনাম
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শেখ রাসেল-আরামবাগ মুখোমুখি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর