শিরোনাম
সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কোহলিময় মুম্বাই টেস্ট

ক্রীড়া ডেস্ক

মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে যখন খেলতে নামেন বিরাট কোহলি, তখন তার সামনে বেশ কয়েকটি রেকর্ডের হাতছানি। কিন্তু ভারতীয় অধিনায়ক চেয়েছিলেন এক টেস্ট হাতে রেখেই সিরিজটি নিশ্চিত করতে। ইংল্যান্ড যখন দুর্দান্ত ব্যাটিং করল প্রথম ইনিংসে, তখনো মনে হয়নি চার দিন শেষে টেস্টে চালকের আসনে বসে পড়বে ভারত। গতকাল কোহলিময় দিনে রেকর্ড গড়েছেন আরেক ভারতীয় জয়ন্ত যাদব। ৯ নম্বরে ব্যাট করতে নেমে যাদব খেলেন ১০৪ রানের ইনিংস। অধিনায়ক খেলেন ২৩৫ রানের ইনিংস। চলতি বছরে কোহলির এটা তৃতীয় ডাবল সেঞ্চুরি। কোহলির ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৬৩১। ২৩১ রানে পিছিয়ে থেকে সফরকারী ইংল্যান্ড চতুর্থ দিন শেষ করেছে ৬ উইকেটে ১৮২ রান তুলে। আজ পঞ্চমদিন ইনিংস হার রক্ষা করতে আরও  ৪৯ রান করতে হবে সফরকারীদের। হাতে আছে ৪ উইকেট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর