শিরোনাম
রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মাঠে নেমেছেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট খেলার মতো শারীরিক ফিটনেস না থাকায় ভারত যাননি ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ইনজুরির জন্য ২০১৫ সালের আগস্ট মাসের পর দীর্ঘ পরিসরের ক্রিকেটও খেলা হয়নি কাটার মাস্টারের। ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে না গেলেও বিসিএলে খেলছেন। দক্ষিণাঞ্চলের পক্ষে গতকাল সিলেট বিভাগীয় স্টেডিয়ামে নেমেছেন মুস্তাফিজ। তবে মাঠে নামা হয়নি দল ব্যাটিং করায়। আজ হয়তো বোলিং করতে দেখা যাবে। মুস্তাফিজ না খেললেও এনামুল হক বিজয়, বর্ষিয়ান ক্রিকেটার তুষার ইমরান ও জিয়াউর রহমানের হাফসেঞ্চুরিতে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছেন দক্ষিণাঞ্চল। এনামুলের ৮৯, তুষারের ৬২ ও জিয়ার ৫৫ রানে ভর করে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৬ উইকেটে ৩৭৬। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বশেষ সাত ইনিংসে এনামুলের এটা দ্বিতীয় হাফসেঞ্চুরি। তবে মাঝে দুটি সেঞ্চুরিও রয়েছে তার। পূর্বাঞ্চলের পক্ষে ৮৫ রানে ৩ উইকেট নেন এবাদত হোসেন।

পূর্বাঞ্চলের স্ট্রাইক বোলার আবু জায়েদ রাহী দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে এখন হায়দরাবাদে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেঞ্চুরি করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জুনায়েদ সিদ্দিকী। জুনায়েদের অপরাজিত ১৭২ রানে ভর করে উত্তরাঞ্চল বিসিএলে প্রথম দিন শেষে মধ্যাঞ্চলের বিপক্ষে সংগ্রহ করেছে ৪ উইকেটে ৩২৭। আজ দ্বিতীয় দিন ৫১ রানে অপরাজিত থাকা ধীমান ঘোষকে নিয়ে ব্যাট করতে নামবেন জুনায়েদ।  

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণাঞ্চল : প্রথম ইনিংস, ৩৭৬/৬, ৯০ ওভার (শাহরিয়ার নাফিস ২৭, এনামুল বিজয় ৮৯, তুষার ইমরান ৬২, মোহাম্মদ মিঠুন ৪৭, মোসাদ্দেক সৈকত ৩৯, জিয়া ৫৫*, সোহাগ গাজী ৪২*। এবাদত ৩/৮৫, সাকলাইন ১/৭৬, শাহানুর ১/৪৮, তাসামুল ১/১৩)

উত্তরাঞ্চল : প্রথম ইনিংস, ৩২৭/৪, ৮৯ ওভার (জহুরুল ৩৯, জুনায়েদ ১৭২*, নাসির ৫৫, ধীমান ৫?১*। শহিদুল ২/৭৮, সাব্বির ১/৩১, শুভাগত ১/৪৮)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর