বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

উদ্বোধনী ম্যাচে রাশিয়া নিউজিল্যান্ড মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

উদ্বোধনী ম্যাচে রাশিয়া নিউজিল্যান্ড মুখোমুখি

আফ্রিকান নেশন্স কাপের চ্যাম্পিয়ন দলের জন্য অপেক্ষায় ছিল ফিফা। মিসরকে হারিয়ে ক্যামেরুন আফ্রিকার সেরা হওয়ার পরই ফিফা কনফেডারেশন্স কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এবারের ফিফা কনফেডারেশন্স কাপে অংশ নিচ্ছে দুই গ্রুপে মোট ৮টি দল। এ গ্রুপে স্বাগতিক রাশিয়ার সঙ্গে খেলবে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল, কনকা কাফ চ্যাম্পিয়ন মেক্সিকো এবং ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। বি গ্রুপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে আছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি, এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং আফ্রিকান চ্যাম্পিয়ন ক্যামেরুন। ১৭ জুন সেন্ট পিটার্সবার্গের ক্রেস্টভস্কি স্টেডিয়ামে স্বাগতিক রাশিয়া ও নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ফিফা কনফেডারেশন্স কাপের ১০ম আসর। ১৬টি ম্যাচের এ আসর শেষ হবে ২ জুলাই একই স্টেডিয়ামে ফাইনাল খেলার মধ্য দিয়ে। ফিফা কনফেডারেশন্স কাপে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা (১৯৯২)। এরপর এই আসরে ব্রাজিল চার বার চ্যাম্পিয়ন (১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৩) হয়েছে। ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে ২০০১ ও ২০০৩ সালে। এছাড়াও এই আসরে ১৯৯৫ সালে চ্যাম্পিয়ন হয়েছে ডেনমার্ক।

ফিকশ্চার

ম্যাচ      তারিখ   ভেন্যু

রাশিয়া-নিউজিল্যান্ড        ১৭ জুন   পিটার্সবার্গ

পর্তুগাল-মেক্সিকো            ১৮ জুন            কাজান

ক্যামেরুন-চিলি   ১৮ জুন মস্কো

অস্ট্রেলিয়া-জার্মানি           ১৯ জুন  সোচি

রাশিয়া-পর্তুগাল   ২১ জুন   মস্কো

মেক্সিকো-নিউজিল্যান্ড      ২১ জুন   সোচি

ক্যামেরুন-অস্ট্রেলিয়া        ২২ জুন   পিটার্সবার্গ

জার্মানি-চিলি       ২২ জুন   কাজান

মেক্সিকো-রাশিয়া ২৪ জুন   কাজান

নিউজিল্যান্ড-পর্তুগাল        ২৪ জুন   পিটার্সবার্গ

জার্মানি-ক্যামেরুন           ২৫ জুন  সোচি

চিলি-অস্ট্রেলিয়া   ২৫ জুন  মস্কো

প্রথম সেমিফাইনাল           ২৮ জুন  কাজান

দ্বিতীয় সেমিফাইনাল        ২৯ জুন  সোচি

তৃতীয় স্থান নির্ধারণী        ২ জুলাই  মস্কো

ফাইনাল ২ জুলাই  পিটার্সবার্গ

সর্বশেষ খবর