বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ওয়ানডের মতো টেস্ট দল নয় বাংলাদেশ : শাস্ত্রী

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের ওয়ানডে সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই সাবেক ভারতীয় অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর রবি শাস্ত্রীর। কিন্তু টেস্ট দল হিসেবে বাংলাদেশকে শক্তিশালী দল বলতে আপত্তি রয়েছে। আজ হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক টেস্ট নিয়ে কথা বলার সময় এমনটাই জানান। ক্রিকেটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞতা রয়েছে কোচ হিসেবে দেখারও। তাই খুব ভালো করেই জানেন বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে। হায়দরাবাদে বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে মুশফিকদের প্রাপ্তি হবে অভিজ্ঞতা। নিকট ভবিষ্যতে এটাই কাজে লাগবে বলেন শাস্ত্রী, ‘ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ খুব ভালো একটি দল। টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা তারা এক-দুই সেসনে ভালো খেলে। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। হায়দরাবাদ টেস্ট থেকে আমার বিশ্বাস তারা যে অভিজ্ঞতা অর্জন করবে সেটা কাজে লাগবে তাদের ভবিষ্যতে। তবে এটাও ঠিক বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো কারন নেই।’ 

সর্বশেষ খবর