সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বার্সার জন্য প্রস্তুত পিএসজি

ক্রীড়া ডেস্ক

আর একদিন পরই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম লেগ খেলতে বার্সেলোনা যাবে প্যারিস সেন্ট জার্মেইনের মাঠে। বেশ কয়েক বছর ধরে বার্সেলোনার কাছে হেরেই ফরাসি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন শেষ হয়। এবার বার্সেলোনার বিপক্ষে চ্যালেঞ্জটা বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। এর জন্য প্রস্তুতিটাও তাদের বেশ ভালোই। বরড্যাক্সকে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়ারা। উরুগুয়ের এডিসন কাভানি দুটি ও অ্যাঞ্জেল ডি মারিয়া একটি গোল করেছেন দলের পক্ষে। লিওনেল মেসির আর্জেন্টাইন সতীর্থ ডি মারিয়া বলছেন, এবার বার্সার মানের ফুটবল খেলবে পিএসজি। ফরাসি এই ক্লাবের তুর্কি কোচ উনাই আমেরিও দৃঢ় প্রতিজ্ঞ। এবার আর কোনো ভুল করতে চান না তিনি। বরড্যাক্সের বিপক্ষে জিতে হুঙ্কার ছাড়ছে পিএসজি। গোলরক্ষক কেভিন ট্র্যাপ বলছেন, ‘আমাদের জন্য জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ, আমাদের সামনে আরও একটা লক্ষ্য রয়েছে।’ তার মতে, বরড্যাক্সকে হারিয়ে বার্সেলোনার প্রতি একটা চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে পিএসজি। তবে বার্সেলোনাও দুরন্ত জয় পেয়ে চলেছে। লা লিগায় শনিবার তারা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যালাভেসকে।

সর্বশেষ খবর