শিরোনাম
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সুপার সিক্সে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সুপার সিক্সে বাংলাদেশ

পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডকে হারিয়ে মহিলা বিশ্বকাপের বাছাইপর্বের সুপার সিক্স আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। গতকাল সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল আইসিসি। বাংলাদেশের গ্রুপ থেকে সুপার সিক্সে সুযোগ পাওয়া বাকি দুই দল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ‘এ’ গ্রুপ থেকে ওঠা তিন দল-ভারত, স্বাগতিক শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। সুপার সিক্সের সেরা চার দল খেলবে বিশ্বকাপের চূড়ান্তপর্বে। যা শুরু হবে আগামী জুনে ইংল্যান্ডে। চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা আগেই দেখিয়েছে অস্ট্রেলিয়া, স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্সে ‘এ’ গ্রুপের দলগুলো খেলবে ‘বি’ গ্রুপের দলগুলোর বিপক্ষে। সে অর্থে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২১ ফেব্রুয়ারি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর