শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শ্রীলঙ্কার বিপক্ষে নামছেন জিমিরা

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে নামছেন জিমিরা

গলে আজ রোমাঞ্চকর এক দিনের অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। টেস্টের ফল কি হবে, সেটা জানা যাবে। তার আগে সকাল সাড়ে ৯টায় ওয়ার্ল্ড হকি লিগে বাংলাদেশ আজ খেলতে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে। স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। যদি রাসেল মাহমুদ জিমিরা জিতে যান, তাহলে আগামীকাল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। হেরে গেলে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। আজ অবশ্য দুটি সেমিফাইনালও রয়েছে। দুপুর পৌনে ২টায় প্রথম সেমিফাইনালে আসরের ফেবারিট মালয়েশিয়ার প্রতিপক্ষ মিশর। বিকাল সাড়ে ৪টায় ওমান-চীন ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে আজ ফেবারিট বাংলাদেশ। ২০১৪ সালে দুই দলের সর্বশেষ ম্যাচের নির্ধারিত সময় ২-২ গোলে ড্র ছিল। এরপর পেনাল্টি শুট আউটে ৩-১ গোলে জিতেছিল বাংলাদেশ। ওই বছর জুনিয়র এএইচ এফ কাপে ৭-০ গোলে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। ১৯৭৮ সালে এশিয়ান গেমসে ১-০ গোলে,  ১৯৮১ সালে এশিয়া কাপে ৪-০ গোলে, ১৯৯৯ সালে ৭-১ গোলে, ২০০৬ সালে এশিয়ান গেমস বাছাইপর্বে ৩-০ গোলে, ২০১২ সালে মেনজ এএইচ কাপে সেমিতে ৫-৩ গোলে এবং ২০১৪ ওয়ার্ল্ড হকি রাউন্ড ওয়ানে ৩-২ গোলে জিতেছিল বাংলাদেশ।

সর্বশেষ খবর