বিশ্বকাপ বাছাইপর্বে বেশিরভাগ সময়ই জার্মানি জয়ের ধারাতেই থাকে। এবার যেন বিশ্ব চ্যাম্পিয়নদের পারফরম্যান্স আরও বেশি চোখে পড়ছে। শুরু থেকেই দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে তারা রাশিয়া বিশ্বকাপের দিকে। গত শনিবার জার্মানরা ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে স্যান মেরিনোকে। দলের পক্ষে হ্যাটট্রিক করেছেন ওয়াগনার। এছাড়াও একটি করে গোল করেন ড্র্যাক্সলার, ইউনেস, মুস্তাফি ও জুলিয়ান। এ জয়ে ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট সংগ্রহ করে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব মোটামুটি নিশ্চিতই করে নিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে মোট ২৭ গোল করল জার্মানি। বিপরীতে মাত্র এক গোল হজম করেছে তারা! এই গ্রুপে দুই নম্বরে আছে নর্দার্ন আয়ারল্যান্ড। তারা ৬ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে। গত শনিবার নর্দার্ন আয়ারল্যান্ড ১-০ গোলে হারিয়েছে আজারবাইজানকে। এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে গত শনিবার ইংল্যান্ডকে রুখে দিয়েছে স্কটল্যান্ড। ২-২ গোলে ড্র করেছে দুই দল। তবে হারতেই যাচ্ছিল ইংলিশরা। অতিরিক্ত মিনিটে গোল করে হ্যারি কেইন দলের সম্মান রক্ষা করেন। এর আগে প্রথম গোল করেন চেম্বারলিন। স্কটল্যান্ডের পক্ষে দুটি গোল করেন গ্রিফিথ। এ ড্রয়ের পরও ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষেই আছে ইংল্যান্ড। অবশ্য সমান ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে ঠিক পেছনেই আছে স্লোভাকিয়া। গত শনিবার স্লোভাকরা ২-১ গোলে হারিয়েছে লিথুনিয়াকে। ই গ্রুপে পোলিশরা শীর্ষে অবস্থান করছে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে। পোল্যান্ড গত শনিবার ৩-১ গোলে হারিয়েছে রুমানিয়াকে। এই গ্রুপে মন্টিনিগ্রো ১০ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে অবস্থান করছে। তারা ৪-১ গোলে হারিয়েছে আরমেনিয়াকে। গত শনিবার এছাড়াও বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেয়েছে স্লোভেনিয়া ও ডেনমার্ক। নরওয়ে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্রের সঙ্গে।
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা