শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বিসিবির নির্বাচন ৩১ অক্টোবর

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বিসিবির বহুল কাঙ্ক্ষিত নির্বাচন ৩১ অক্টোবর। ২০১৭ সালের নতুন গঠনতন্ত্র অনুসারে অনুষ্ঠিত হবে নির্বাচন। গতকাল সন্যায় বিসিবি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ওমর ফারুক নির্বাচনের তারিখ ঘোষণা করেন। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাউন্সিলররা ভোট দিবেন বিসিবির বোর্ড রুমে। নির্বাচনী ফল ঘোষণা করা হবে পরের দিন বিকাল ৩টায়। বিসিবির আসন্ন নির্বাচনে ১৭২ কাউন্সিলর নির্বাচিত করবেন তিন ক্যাটাগরির ২৩ পরিচালক। পরিচালকদের মধ্যে জেলা ও বিভাগের ক্যাটাগরি-১ এর পরিচালক ১০ জন, ঢাকার ক্লাবগুলোর ক্যাটাগরি-২ এর পরিচালক পদে ১২ জন এবং ক্যাটাগরি-৩ এ পরিচালক পদে ১ জন। গতকাল তফসিল ঘোষণার পরপরই শুরু হয়ে গেছে নির্বাচনী কার্যক্রম। আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ১৬ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর। ১৭ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং শুনানি অনুষ্ঠিত হবে। চ"ড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হবে বিকাল ৫টায়।

২০ অক্টোবর বিতরণ করা হবে মনোনয়নপত্র। মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৪ অক্টোবর, ২৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করে প্রকাশ করা হবে চ"ড়ান্ত প্রার্থী তালিকা। অবশ্য ২৮ অক্টোবর প্রার্থীদের ব্যাপারে আপিল গ্রহণ ও শুনানি এবং ২৯ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য্য করা হয়েছে।

 

সর্বশেষ খবর