শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

চীনকে দাঁড়াতেই দিল না মালয়েশিয়া

ক্রীড়া প্রতিবেদক

মালয়েশিয়ার সামনে দাঁড়াতেই পারল না চীন। ৭-১ গোলে জয় নিয়ে শুভ সূচনা করেছে মালয়েশিয়া। তারা যে টুর্নামেন্টে সেরা দল তা প্রথম ম্যাচেই প্রমাণ দিয়েছে। এই জয়ে স্পষ্ট হয়ে গেছে মালয়েশিয়াও এশিয়া কাপে শিরোপা জিততে এসেছে। প্রথম ১০ মিনিট চীন সমান তালে লড়লেও পরে আর পেরে উঠতে পারেনি।

১২ মিনিটে তাজউদ্দিন টেঙ্কু গোল করে মালয়েশিয়াকে এগিয়ে রাখেন। এরপর চীনকে আর খুঁজে পাওয়া যায়নি। যতই সময় গড়াচ্ছিল ততই মালয়েশিয়াদের গতি বেড়ে যাচ্ছিল। ১৭ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করেন ফয়জান সারি। আক্রমণভাগের এ কুশলী খেলোয়াড় হ্যাটট্রিকও করেছেন। আগে টানা তিন গোল করলে হকিতে হ্যাটট্রিক হতো। এশিয়া কাপ থেকে সেই নিয়মের বদল হয়েছে। এখন তিন গোল করতে পারলেই হ্যাটট্রিক। মালয়েশিয়ায় দ্বিতীয়, চতুর্থ ও ছয় নম্বর গোল করে হ্যাটট্রিক করেন সারি ফয়সাল। ১৯ মিনিটে টেঙ্কু আবারও গোল করলে ৩-০ গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। ৩১ মিনিটে ফয়জানের গোল। ৩৫ মিনিটে সাবাহ শাহরিন। ৪১ মিনিটে তৃতীয় গোলে হ্যাটট্রিক পূরণ করেন ফয়জান। ৫৬ মিনিটে চীনের পক্ষে সান্ত্বনা গোলটি করেন ইওয়েন হুই। শেষ মিনিটে মালয়েশিয়ায় সপ্তম গোল করেন রামলি রামাদান।

 

সর্বশেষ খবর