‘প্রস্তুত রাশিয়া’
বিভিন্ন দিকে রিপোর্ট হচ্ছে, এখনো রাশিয়ার বিশ্বকাপ প্রস্তুতি শেষ হয়নি। বেশ কয়েকটা স্টেডিয়ামেই এখনো চলছে শেষ মুহূর্তের কাজ। ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২১তম বিশ্বকাপ। রাশিয়ার বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট প্রকাশ করা হলেও আশাবাদী ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ আয়োজনে জন্য প্রস্তুত রাশিয়া। নিরানব্বই ভাগ কাজই তারা শেষ করেছে। কেবল ফিনিশিংটা দিচ্ছে। যারাই এবার রাশিয়া যাবে তারা দারুণ সময় কাটাবে।’ প্রশংসা করে তিনি আরও বলেছেন, ‘বিশ্বকাপ আয়োজনের সমগ্র ব্যবস্থাটাই দারুণ। প্রতিটা স্থানেই ভক্তরা মজার অভিজ্ঞতা অর্জন করতে পারবে।’ রাশিয়ার বিপক্ষে যতই লেগে থাকুক নিন্দুকরা ফিফা সভাপতি সমর্থন দিয়ে যাচ্ছেন। দেখা যাক, রুশরা কেমন বিশ্বকাপ আয়োজন করে এবার!
‘হ্যারি কেইন’
চলতি মৌসুমে এরই মধ্যে টটেনহ্যামের জার্সিতে ৩৫ ম্যাচে ৩৪ গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। এমন অসাধারণ স্ট্রাইকার ইংল্যান্ড বহুদিন দেখেনি। এমনটাই মন্তব্য করছে ব্রিটিশ মিডিয়া। রাশিয়া বিশ্বকাপে তাকে ঘিরেই দল গোছাতে পারেন কোচ। এমনকি বিশ্বকাপ জয়েরও স্বপ্ন দেখছে ইংল্যান্ড। সাবেক ইংলিশ ফুটবলার পল মারসন দাবি করেছেন, ইংল্যান্ড এবার বিশ্বকাপ জিততে পারে যদি হ্যারি কেইন টটেনহ্যামের ফর্ম ধরে রাখতে পারেন রাশিয়ায়ও। সাবেক আর্সেনাল হিরো স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘জুভেন্টাসের বিপক্ষে হ্যারি কেইনকে দেখে আমি ভাবছিলাম, যদি সে বিশ্বকাপে এই ফর্ম ধরে রাখতে পারে তবে আমরা বিশ্বকাপ জিততে পারি।’ ইংল্যান্ড ১৯৬৬ সালে বিশ্বকাপ জয় করেছে। এরপর ১৯৯০ সালে সেমিফাইনাল খেলাই সর্বোচ্চ সফলতা। বিশ্বকাপে এবার কদ্দুর যাবে ব্রিটিশরা বলা কঠিন। গ্রুপ পর্বে তারা বেলজিয়াম, তিউনিসিয়া ও পানামার মুখোমুখি হবে।