বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

দ্বিতীয় স্থানে সজীব-জামাল

ক্রীড়া প্রতিবেদক

কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের টুর্নামেন্ট বিটিআই ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে ‘কাট’ পেয়েছেন মাত্র ১২ জন বাংলাদেশি গলফার। বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ) আয়োজনে এই টুর্নামেন্টে মোট কাট পেয়েছেন ৫৩ জন গলফার। কিন্তু চেনা কোর্সেও সুবিধা করতে বাংলাদেশের গলফাররা।

তবে দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছেন বাংলাদেশের দুই তারকা গলফার জামাল হোসেন মোল্লা ও সজীব আলী। দুজনই দুই রাউন্ড মিলে পারের চেয়ে ৮ শট করে কম খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রথম রাউন্ডের মতো শীর্ষ স্থান ধরে রেখেছেন জাপানের কাজুকি হিগা। পারের চেয়ে মোট ১২ শট কম খেলেছেন তিনি। প্রথম দিনের তুলনায় ভালো করেছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। ১৫তম স্থান থেকে উঠে এসেছেন পঞ্চম স্থানে। সব মিলে পারের চেয়ে ৫ শট কম খেলেছেন তিনি।

সর্বশেষ খবর